‘বিড়ি জ্বালাইলে জিগর সে পিয়া.... জিগর মা বড়ি আগ হ্যায়...’

অনেকেই ‘ওঙ্কারা’ অনেকবার দেখেছেন এই গানের সঙ্গে বিপাশা বসুর নাচ দেখবেন বলে। সেই স্মৃতি উস্কে দিলেন মহেশবাবু। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গুন্তুর করম’-এ। সারা ছবিতে নায়ককে বিড়ি টানতে হয়েছে। এবং তিনি নাকি আয়ুর্বেদিক বিড়িতেই আস্থা রেখেছেন। মহেশবাবুর ছবি মানেই সুপারহিট। এই ছবিও তার ব্যতিক্রম নয়। কিন্তু ছবির নেপথ্য ঘটনা ক’জন জানে? যেমন, নায়কের ধূমপান দৃশ্য। চিত্রনাট্য অনুযায়ী চরিত্রকে প্রায় প্রতিটি দৃশ্যে ধূমপান করতে হবে। এদিকে, বাস্তবে নায়ক ধূমপান করেন না।

মহেশবাবুর কথায়, ‘‘আমি বিড়ি, সিগারেট কিচ্ছু খাই না। তামাকজাত দ্রব্য আমার সহ্য হয় না। এদিকে যতক্ষণ শুটিং ততক্ষণ বিড়ি টানতে হবে। প্রযোজনা সংস্থা এক বান্ডিল বিড়ি ধরিয়ে দিয়েছে। নায়ক বাধ্য ধূমপান করতে। কিন্তু দিন কয়েক পরেই সমস্যা শুরু। মাথা ঘোরা, মাথাব্যথা, গা গোলানো। বাধ্য হয়ে মহেশবাবু অনুরোধ জানালেন, তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তাঁকে বিকল্প কিছু দেওয়া হোক।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mahesh Babu (@urstrulymahesh)