নিজস্ব সংবাদদাতা: কাজল এবার ফিরছেন এক ভয়ঙ্কর রূপে। ‘মা’ নামে একটি অতিলৌকিক থ্রিলার ছবিতে। এই ছবির সুবাদেই প্রথমবারের মতো কাজল হাজির হচ্ছেন হরর ঘরানার ছবিতে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির হাড় হিম করা ছবির মোশন পোস্টার, যেখানে এক বিভীষিকাময় প্রেতের মুখোমুখি হয়েছেন কাজল। এক মা, যিনি সন্তানের রক্ষায় নামবেন অশুভ শক্তির বিরুদ্ধে—এই নিয়েই গড়ে উঠছে এ ছবির মূল কাহিনি।
ছবির নির্মাতারা সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে লিখেছেন, “রক্ষক। ভক্ষক। মা।” সঙ্গে ঘোষণা করেছেন— আগামী ৩০ মে মুক্তি পাবে ছবির ট্রেলার।
এই ছবির মাধ্যমে কাজলের হরর ঘরানার ছবিতে অভিষেক। পরিচালক বিশাল ফুরিয়া, যিনি আগে ‘ছোড়ি ’ বা ‘বালি’ জাতীয় ভৌতিক ঘরানার ছবির কাজের জন্য প্রশংসিত হয়েছেন। গল্প লিখেছেন সাইউইন কোয়াডরাস, যিনি ‘মেরি কম’ এবং ‘নীরজা’র মতো গল্পে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kajol Devgan (@kajol)
‘মা’-এর গল্প একদিকে যেমন ভৌতিক উপাদান রয়েছে, তেমনি তাতে রয়েছে ভারতীয় মিথ, মাতৃত্ব, আত্মত্যাগ ও সাইকোলজিক্যাল থ্রিলারের মিশেল। এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, “ এ ছবির শুটিংয়ের সময় ভয় পেতাম। এটা একটা মানসিক যুদ্ধের গল্প, যেখানে একজন মা নিজের সন্তানকে রক্ষার জন্য সব সীমা পেরিয়ে যায়।”
ছবিতে কাজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। আর প্রযোজনায় রয়েছেন অজয় দেবগণ—যার ‘শয়তান’ ছবিতে তিনি নিজেই শয়তানি শক্তির বিরুদ্ধে লড়েছিলেন। এবার সেই লড়াইয়ে সামনে এলেন কাজল।
ছবির ভিজ্যুয়াল উপস্থাপন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। গা ছমছমে আবহ, মিথ-ভিত্তিক হরর এবং এক মায়ের শক্তিশালী রূপ—সব মিলিয়ে ‘মা’ হয়ে উঠতে চলেছে বলিউডের অন্যতম আলোচিত হরর ফিল্ম।