সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি প্রকাশ্যে এসেছে একবিংশ শতাব্দীর সেরা ৬০ জন অভিনেতার তালিকা। এর মধ্যে বিশ্বের বহু বিখ্যাত সব অভিনেতাদের নাম অন্তর্ভক্ত রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কেবল একজনই এই তালিকায় স্থান পেয়েছেন। নিশ্চয়ই ভাবছেন শাহরুখ খান, আমির খান বা অমিতাভ বচ্চন। না ওঁরা কেউই নন। অন্য এক ভারতীয় অভিনেতা এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি প্রয়াত অভিনেতা ইরফান খান।
২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান ইরফান খান। ১৯৮০-এর দশকের শেষ থেকে ২০০০ -এর গোড়ার দিক পর্যন্ত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে অনেক লড়াই করতে হয় তাঁকে। ২০০১ সালে আসিফ কাপাডিয়ার ছবি 'দ্য ওয়ারিয়র'-এর হাত ধরে আসে সাফল্য। এবার সেই ছবির জন্যই অভিনেতার প্রাপ্তি এই বিরাট সম্মান।
ইরাফানের প্রয়াণের চার বছর পেরলেও, আজও তাঁকে ভুলতে পারেননি স্ত্রী সুতপা সিকদার। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরফানকে নিয়ে তিনি একটি ছবির চিত্রনাট্য ও একটি বই লেখা শুরু করেছেন। যেখানে ইরফানের কর্মজীবন থেকে শুরু করে তাঁদের জীবনের অজানা কাহিনি ফুটে উঠবে।
সুতপার কথায়, "আজও আমি ওকে ভুলতে পারিনি। এতগুলো বছর কেটে গেল, কিন্তু আজও ওর সঙ্গে কাটানো সময়েই পড়ে আছি আমি। ওকে হারানোর যন্ত্রণায় সবকিছু ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবারও লেখা শুরু করেছি। ৩৪ বছর ইরফানের সঙ্গে কাটানোর পর ওর চলে যাওয়াতে মনে হয়েছিল জীবন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। প্রতিদিন খুব কষ্ট করে কাটাতাম। পুরনো বন্ধুর সঙ্গে দিনের প্রতিটা ঘন্টা যখন কেউ কাটায়, তারপর হঠাৎ একদিন সে ছেড়ে চলে যায়, তখন বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায়।"
