সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


দ্বিতীয় ইনিংস শুরু কুণালের 


ডার্ক কমেডির মিশেলে তৈরি হয়েছিল 'মদগাঁও এক্সপ্রেস'। এই ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন কুণাল খেমু। ছবি মুক্তির বছর ঘুরতেই কুণাল জানান, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরি। কিন্তু এবার তাঁর পরিচালনায় কোন গল্প ফুটে উঠবে তা এখনও জানা যায়নি।

 

টিজারে চমক 'কেশরি ২'-এর


'জলি এলএলবি' ছবির পর ফের কোর্টরুম ড্রামা ছবিতে দেখা যাবে অক্ষয়কে, গত বছরেই ঘোষণা করেছিলেন করণ জোহর। অক্ষয়ের সঙ্গে সে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। ছবির পরিচালনায় রয়েছেন করণ সিং ত্যাগী। ভারতের কিংবদন্তি আইনজীবী সি.শঙ্কর নায়ার-এর জীবনের ঘটনা নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। ছবির নাম 'কেশরি চ্যাপ্টার ২ - দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ'। চলতি বছরের মার্চের ১৪ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু তা পিছিয়ে করা হল ১৮ এপ্রিল। ২৪ মার্চ টিজার মুক্তি পাবে ছবির। এই খবর সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেতারা থেকে নির্মাতারা।

 

রোহিতের ছবিতে জন

বলিপাড়ায় অনেকদিন ধরেই রোহিত শেঠি ও জন আব্রাহামের ফের একসঙ্গে কাজ করার গুঞ্জন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম সেই গুঞ্জনে সিলমোহর দিলেন। তিনি জানান, প্রস্তুতি চলছে আবর একসঙ্গে কাজ করার। আগামী ছবিটি দমদার হতে চলেছে। যা দর্শকের পরিকল্পনার বাইরে।