সংবাদ সংস্থা মুম্বই: বহু আলোচনার পরে অবশেষে মীনা কুমারীর জীবনের উপর ভিত্তি করে বায়োপিকের ঘোষণা হতেই উত্তাল হয়েছে বলিউড মহল। ছবিটির স্বত্ব কিনেছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা, সারেগামা ও আমরোহি পরিবার একসঙ্গে। বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে এই ছবি। নির্মাতাদের দাবি, বলিউড ইতিহাসে অন্যতম বড় বায়োপিক হতে চলেছে এটা।

 

সূত্রের খবর, মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কিয়ারা আদবানিকে। পরিচালক ও নির্মাতারা মনে করছেন, চরিত্রটির জন্য দরকার প্রচণ্ড আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ —যা কিয়ারার মধ্যে নাকি রয়েছে। ইতিমধ্যেই কিয়ারাকে ছবির চিত্রনাট্য শুনিয়েছেন নির্মাতারা, এবং তিনি তা দারুণ পছন্দও করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিলমোহর দেননি অভিনেত্রী।

 

এছাড়া এটাও শোনা যাচ্ছে, মা হওয়ার পরে কিয়ারার এটাই হতে পারে তাঁর প্রথম প্রজেক্ট। ফলে এই ছবিকে ঘিরে আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। ‘টক্সিক’, ‘ওয়ার ২’-এর পর মীনা কুমারীর মতো জটিল ও হৃদয়বিদারক চরিত্র—কিয়ারার কেরিয়ারে এক অসাধারণ মাইলস্টোন হিসেবেই ধরা হচ্ছে। এই চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যাঁর জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এই চরিত্রে নির্মল বিষণ্ণতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন ‘নতুন ট্র্যাজেডি কুইন’।

 

এদিকে, সবচেয়ে বড় প্রশ্ন—কামাল আমরোহির চরিত্রে কে থাকছেন? কারণ, মীনা কুমারী আর কামাল সাহেবের সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদই তো এই ছবির সবচেয়ে বড় আবেগময় মেরুদণ্ড। তাই পর্দায় কে হবেন কিয়ারার বিপরীতে, সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়।