সংবাদসংস্থা মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ৫৩ বছর বয়সী সঞ্জয় বৃহস্পতিবার পোলো খেলছিলেন, সেই সময় একটি মৌমাছি তার মুখে কোনওভাবে ঢুকে পড়েছিল ৷ এরপরেই সঞ্জয়ের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা ব্যবস্থা থাকলেও সাড়া দেননি এই ব্যবসায়ী। 

 


মৃত্যুর কিছুক্ষণ আগেই আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কাপুর লিখেছিলেন, 'ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কেবল প্রার্থনা। এই কঠিন সময়ে, তাঁরা যেন শক্ত থাকেন।' 

 

এর কয়েকটি দিন আগে, সোশ্যাল মিডিয়ায় জীবন বোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। কেন হল এই প্রশ্ন না রেখে, যদি এমন হত, এই প্রশ্ন রেখে যাও।'

 

প্রসঙ্গত, ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। তাঁদের দু'টি সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান। দশ বছর একসঙ্গে থাকার পর, কারিশমা ও সঞ্জয় আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে এই দম্পতির আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। তবে প্রাক্তন স্বামীর শেষকৃত্যে দেখা গিয়েছিল করিশ্মাকে।