সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডের অন্যতম সুদর্শন নায়কদের একজন। পর্দায় মুগ্ধতা ছড়ানো তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু পর্দার বাইরেও তিনি ‘নায়ক’ই বটে!
সিদ্ধার্থ একবার অফ-স্ক্রিনে এমন একটি চমকপ্রদ ভূমিকা পালন করেছিলেন, যা বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের পরিবারের কাছে অমলিন স্মৃতি হয়ে রয়েছে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’এর সর্বশেষ পর্বে সঞ্জয় কাপুর স্মৃতিচারণ করে জানান, তাঁর মেয়ে শানায়া এক সময় সিদ্ধার্থকে খুবই পছন্দ করতেন। চলতি কথায় যাকে বলে ‘ক্রাশ’। আর শানায়ার স্বপ্নের নায়কই ধরা দিয়েছিলেন তাঁর কাছে।
কী ভাবে?
সেই সময় সিদ্ধার্থ করণ জোহরের প্রযোজনায় তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’এর শুটিং করছিলেন। সঞ্জয়ের কথায়, “সেটা ছিল শানায়ার ১৩তম জন্মদিন। সেই সময়ে ওর (সিদ্ধার্থের) ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলছিল। আর শানায়ার ওর উপর খুব ক্রাশ ছিল। করণ ওকে জন্মদিনের উপহার হিসেবে রাত ১২টায় শানায়ার জন্য পাঠিয়ে দিয়েছিল।”
সিদ্ধার্থ তখনই নিজের কথা বলেন। তাঁর কথায়, “আমার কাছে হঠাৎ একটি টেক্সট আসে যে আজ কারও জন্মদিন। আমি ভেবেছিলাম ওর (সঞ্জয়ের) জন্মদিন, কিন্তু আসলে সেটা শানায়ার জন্মদিন ছিল। তাই আমি ওদের বাড়িতে চলে যাই।”
মজার ছলে সঞ্জয় আরও যোগ করেন, “আসলে করণ, সিদ্ধার্থ আর বরুণ—দু’জনকেই যেতে বলেছিল। কিন্তু বরুণ বলল, ‘আমি কেন যাব? ও তো সিদ্ধার্থের ফ্যান!’”
করণ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে প্রথম বার বড় পর্দায় নিয়ে আসেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটকে। ঝলমলে কলেজ-লাইফের প্রেক্ষাপটে তৈরি এই ছবি দ্রুতই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় উঠে আসে। একই সঙ্গে তিন নবাগত অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকাখ্যাতি পান, আর ছবিটি দশকের অন্যতম আলোচিত ক্যাম্পাস ড্রামা হিসেবে স্থান করে নেয়। বর্তমানে সিদ্ধার্থকে দেখা গিয়েছে ‘পরম সুন্দরী’ ছবিতে। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।
অন্য দিকে, সঞ্জয়ের মেয়ে শানায়া কাপুরও পা রেখেছেন বলিউডে। ২০২৫ সালে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি ‘আঁখোঁ কি গুসতাখিয়াঁ’, যেখানে তিনি অভিনয় করেছেন বিক্রান্ত মাসের বিপরীতে। ছবিতে শানায়াকে দেখা গিয়েছে একজন থিয়েটার শিল্পীর ভূমিকায়। আর এই রোম্যান্টিক ড্রামার মাধ্যমে তিনি নিজেকে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এক সম্ভাবনাময় নাম হিসাবে প্রতিষ্ঠা করতে শুরু করেছেন।
আজ শানায়া নিজেও ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, আর সিদ্ধার্থ সফল নায়ক হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু জন্মদিনের এই সারপ্রাইজ এখনও কাপুর পরিবারের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।
