সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে একটাই নাম নিয়ে যুগপৎ রাজত্ব করছেন দুই সুপারস্টার—রণবীর কাপুর ও রণবীর সিং। আর তাই তাঁদের মধ্যে এক চাপা প্রতিদ্বন্দ্বীতার গুঞ্জনও বছর ধরে ভাসছে বাতাসে। তবে এবার সেই ‘রণবীর বনাম রণবীর’ বিতর্কে মুখ খুললেন করণ জোহর নিজেই।

 

কী বললেন করণ?

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানালেন, রণবীর কাপুর এবং রণবীর সিংয়ের মধ্যে কোনও ‘ইগো ক্ল্যাশ’ নেই, নেই প্রতিদ্বন্দ্বীতা। বরং তাঁর কথায়, “আমরা সবাই বন্ধু। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অনুভূতির কথাও একে অপরের সঙ্গে ভাগ করে নিই। এভাবে প্রতিদ্বন্দ্বীতার চশমা পরে দুই তারকাকে দেখা খুবই পুরনো চিন্তাভাবনা।”

 

 

করণের কথাতেই স্পষ্ট, তাঁদের সম্পর্ক শুধু সৌজন্যমূলক নয়, বরং গভীর বন্ধুত্বে গাঁথা। করণ বলেন, “ 'অ্যায় দিল হ্যায় মুশকিল' দেখার পর রণবীর সিং আমার বাড়ি এসে ছবিটি নিয়ে তাঁর মতামত জানিয়েছিল। আবার 'রকি ঔর রানি কী প্রেম কহানি' দেখার পর রণবীর কাপুর তাঁর নিজস্ফ মতামত দিয়েছিল। এর থেকেই বোঝা যায়, সম্পর্কটা কতটা আন্তরিক।”

 

তবে করণ যতই বলুন, কাজের দুনিয়ায় দুই রণবীরের যুদ্ধ কিন্তু জমজমাট! অন্তত ইঙ্গিত সেরকমই অর্থপূর্ণ। দুই অভিনেতার সামনেই রয়েছে একগুচ্ছ বড় বাজেটের ছবি।

 

 রণবীর কাপুর - সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ কাজ করছেন আলিয়া ও ভিকির সঙ্গে। পাশাপাশি চলছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবির শুটিং, যেখানে সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী আর রাবণের চরিত্রে যশ।

 

অন্যদিকে, রণবীর সিং এখন ব্যস্ত আদিত্য ধর-এর 'ধুরন্ধর' ছবির শুটিংয়ে। এরপর তাঁর হাতে রয়েছে বহু প্রতীক্ষিত 'ডন ৩', যে ছবির পরিচালক ফারহান আখতার।

 

 

দুই রণবীরের মধ্যে লড়াই যদি থেকেও থাকে, তা শুধুই বক্স অফিসে! বাস্তবে কিন্তু তাঁরা ‘ব্রাদারস ইন আর্মস’। করণ জোহরের এই খোলাখুলি স্বীকারোক্তি একঝটকায় ভেঙে দিল সব জল্পনা-কল্পনার দেওয়াল।