সংবাদ সংস্থা, মুম্বই: মুম্বইয়ে তারকাদের দুর্গাপুজোর কথা এলে প্রথমেই মনে আসে নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো। মায়ানগরীর সকলেরই নজর থাকে মুখোপাধ্যায় বাড়ির ওই পুজোর দিকে। প্রতি বছর সেখানে বলিউডের একঝাঁক তারকার সমাবেশ। বরাবরের মতো এবারও পুজোর অনুষ্ঠানে শামিল হয়েছে কাজলের পরিবার। ষষ্ঠীতে দেবীর বোধনের দিন একসঙ্গে মণ্ডপে ছিলেন দুই তুতো বোন রানি-কাজল। সপ্তমীর সকাল থেকেও পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন অজয় দেবগণের ঘরণী। কিন্তু আচমকাই তাঁর মেজাজ চড়ল সপ্তমে। কিন্তু কেন রেগে গেলেন বঙ্গতনয়া?

সপ্তমীতে নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজোয় হাজির হন আরেক বঙ্গকন্যা জয়া বচ্চন। প্রতিবারই তিনি এই পুজোয় অংশ নেন। বৃহস্পতিবার পুজো মণ্ডপে কাজল ও জয়ার সাক্ষাৎ হতেই তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন। সপ্তমীর সকালে অর্গ্যানজা শাড়িতে সেজেছিলেন কাজল। হলুদ সিল্কের শাড়ি ছিল জয়ার পরনে। দেখা মাত্রই বেশ কিছুক্ষণ গল্প করেন তাঁরা। কিন্তু, আচমকাই ছন্দপতন! কাজল ও জয়া দু’জনেই বেজায় রেগে যান।

আসলে নিরাপত্তারক্ষীদের হুইসেলের আওয়াজেই বিরক্ত হন কাজল। বেশ কড়াভাবে ধমক দিয়ে তিনি বলেন, “কানে লাগছে, কে বাজাচ্ছে? এখুনি বন্ধ করো।” পাশে দাঁড়িয়ে জয়ার চোখেমুখেও ছিল বিরক্তিভাব। উৎসবের আবহে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

অন্য আর একটি ভিডিওতেও কাজলকে রেগে যেতে দেখা গিয়েছে। আসলে এদিন সকাল থেকেই পুজোর কাজে তদারকি করছিলেন কাজল। আচমকাই ভিড় বাড়তে দেখে খানিকটা রেগে গিয়েই পাপারাৎজিদের সরে যেতে বলেন। অভিনেত্রীর বলেন, ‘সরে যান। যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাঁদের দিতে দিন।”

এদিকে উৎসবের দিনে এভাবে বঙ্গতনয়ার রেগে যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি নেটপাড়া। কারওর মতে, “কাজল কি এবার জয়ার বচ্চন পথে হাঁটছেন!” যদিও কেউ কেউ কাজলের আচরণ সমর্থনও করেছেন। তাঁদের মতে, “পুজোর অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য একটু কড়া হতেই হয়।”