টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কাজলের মৃত্যুর গুজব
সোমবার রাতে হুলুস্থূল কাণ্ড অভিনেত্রী কাজল আগরওয়ালকে নিয়ে! খবর ছড়িয়ে পড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে মারা গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো এই গুজব ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী। মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন কাজল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের নিজের সুস্থতার কথা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, তিনি সুস্থ আছেন এবং ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর। তিনি বলেন, "আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যাতে দাবি করা হয়েছে যে আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি এবং আমি আর নেই! সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি একেবারেই সত্যি নয়।" কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স-এ এই কথা জানান। তিনি আরও বলেন, "ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং খুব ভালো আছি। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবরে বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে আমাদের শক্তিকে চালিত করি।"
মৃত্যুর হুমকি পাচ্ছেন আলি!
অভিনেতা আলি গনি সাম্প্রতিক সময়ে বড়সড় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। কারণ, গণেশ চতুর্থীর এক অনুষ্ঠানে গিয়ে তিনি ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগান দেননি। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করা শুরু হয়। এমনকী আলির দাবি, তিনি মৃত্যুর হুমকি পর্যন্ত পাচ্ছেন।আলি জানিয়েছেন, প্রতিদিনই তাঁর ইনবক্স ভরে যাচ্ছে ভয়াবহ মেসেজে। কেউ লিখছে এফআইআর করো, কেউ আবার তাঁকে খুনের হুমকি দিচ্ছে। এই নিয়ে হতাশ আলি প্রশ্ন তোলেন—“আমি তো মুসলিম, তাই স্লোগান না দেওয়ায় এত বড় অপরাধ হয়ে গেল? অনেক হিন্দু পরিবারই তো গণপতি ঘরে আনেন না, তাহলে কি তাঁরা হিন্দু নন?” এই ঘটনায় আলি বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছেন, কারণ ট্রোলিংয়ে তাঁর প্রেমিকা জেসমিন ভাসিনকেও টার্গেট করা হচ্ছে। সতর্ক করে আলি বলেন, “যে সাহসে জেসমিনকে নিয়ে বাজে কথা বলছ, আমার সামনে এসে সেটা বলো। মায়ের, বোনের বা জেসমিনের বিরুদ্ধে একটাও কথা আমি সহ্য করব না।”
আরও পড়ুন: জন্মদিনে অভিনব উপহার অক্ষয়ের, ৩৪ বছরের কেরিয়ার কাদের উৎসর্গ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন 'খিলাড়ি'?
অনুপমের ঘরে এল ছোট সদস্য!
