সংবাদ সংস্থা মুম্বই: লুকিয়ে-চুরিয়ে প্রস্তুতি চলছিল। এবার প্রায় নিশ্চিত—আমির খান প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি ‘এক দিন’ মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ৭ নভেম্বর। পরিচালনায় সুনীল পান্ডে, আর মুখ্য ভূমিকায় সাই পল্লবী ও জুনেইদ খান। এ ছবি শুধু জুনেইদের কেরিয়ারের জন্য নয়, সাই পল্লবীর বলিউড অভিষেকের ক্ষেত্রেও এক মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছে ইন্ডাস্ট্রি।
এই সিনেমার আরও বড় চমক—আবার একসঙ্গে ফিরলেন আমির খান ও মনসুর খান! ‘কেয়ামত সে কেয়ামত তক’ এবং ‘জো জিতা ওহি সিকান্দর’-এর মতো কালজয়ী ছবি উপহার দেওয়া মনসুর খান, শেষবার আমিরের সঙ্গে ‘জানে তু... ইয়া জানে না’-য় কাজ করেছিলেন ২০০৮ সালে। ‘এক দিন’-এর মাধ্যমে সেই টিম আবার একসঙ্গে, এবং বলা হচ্ছে—এটাই তাঁদের 'গল্প বলার শিকড়ে' ফেরার যাত্রা। অন্যদিকে, জুনেইদ খান বরাবর-ই একটু লাজুক, পারতপক্ষে সংবাদমাধ্যম থেকে দূরেই থাকেন। তবে সাই পল্লবীর প্রতিভা সম্পর্কে তিনি আগেই বলেছেন— “সাইয়ের মতো দুরন্ত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৃজনশীলতার এক বিশাল অভিজ্ঞতা।” প্রসঙ্গত, নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে ‘সীতা’র ভূমিকায় দেখা যাবে সাই পল্লবী-কে।
সূত্রের খবর, এই জুটির মধ্যে নাকি রয়েছে ফ্রেশ কেমিস্ট্রি আর গভীর আবেগের টান। সিনেমার গল্পও তাঁদের দু’জনের প্রতিভা ফুটিয়ে তুলতে পর্যাপ্ত সুযোগ দেবে বলে জানা গেছে। চলতি বছরের ৭ নভেম্বরের মুক্তি কোনো বড় উৎসব নয়, তবুও ‘এক দিন’-এর ছবি মুক্তির পরিকল্পনা আমির খান ও প্রযোজনা সংস্থার আত্মবিশ্বাসের কথাই বলে।
‘সিতারে জমিন পার’-এর পর আমির এখন আরও বেশি করে জোরদার গল্পের ছবি তৈরিতে জোর দিচ্ছেন—আর ‘এক দিন’ তারই প্রতিফলন।
