বাস্তবে যদিও নতুন বছর শুরু হয়ে গিয়েছে, কিন্তু ধারাবাহিকে এখনও তা হয়নি। এই যেমন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকেই বর্ষবরণের বিশেষ পর্ব দেখানো হবে, যা আগামী দিনে সম্প্রচার করা হবে। আর এই পর্বেই নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি একের পর এক চমক, বিপদ উঠে আসবে।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ঋষির পরিবারের তরফে বর্ষবরণের পার্টির আয়োজন করা হয়েছে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন দুই জনপ্রিয় গায়ক, গায়িকা সপ্তক ভট্টাচার্য এবং শ্রেষ্ঠা। নাচে, গানে, হইহুল্লোড়ে জমে উঠবে আসর। কিন্তু না, সেখানেই বিষয়টা থেমে থাকবে না। একদিকে যেমন নিশা-জিতের টক্কর দেখানো হবে, তেমনই থাকবে অন্য ঘটনাক্রম। পুলিশের মুখোমুখি হতেই কী কাণ্ড ঘটবে সেটাই দেখার।
অন্যদিকে উজি এবং ঋষি কাছাকাছি আসবে। প্রেমের সাগরে ভাসবে দুজনে। কিন্তু একই সঙ্গে ঘটনাচক্রে ঋষির অতীত সামনে আসবে। মনে পড়ে যাবে তার অতীতে করা হত্যার কথা। সেই কথা কি জানতে পারবে উজি? যদি জানতে পারে তবে কি অতীতের কারণেই তলানিতে ঠেকবে ঋষি, উজির সম্পর্ক? নাকি আসবে অন্য কোনও মোড়?
বর্তমানে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ ভাল ফল করছে। ধীরে ধীরে এর নম্বর বাড়ছে যেমন, স্থানও বাড়ছে। এই সপ্তাহে সাত নম্বরে রয়েছে 'জোয়ার ভাঁটা'। এর প্রাপ্ত নম্বর ৬.৪। 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে। ছোট পর্দায় এই প্রথম শ্রুতি দাসকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। এটি জি বাংলার পর্দায় দেখা যায়। বর্ষবরণের এই বিশেষ পর্বটি ২ জানুয়ারি রাত ৯টা থেকে দেখা যাবে। এক ঘণ্টার মহাপর্ব দেখানো হবে।
দর্শকরা এই প্রোমো প্রকাশ্যে আসতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছে এই পর্বের জন্য। কেউ আবার জানিয়েছে বারবার এক জিনিস না দেখিয়ে নতুন জিনিস প্রোমোতে দেখাতে বা শেষ পর্যন্ত ঋষির অতীতের কারণে কী ঘটবে সেটা জানাতে। এক ব্যক্তি আবার মন্তব্য করেছেন, 'মনে হচ্ছে হয়তো ঋষি এই খুন করেনি। নেপথ্যে অন্য কেউ রয়েছে। ওকে স্রেফ ফাঁসানো হচ্ছে'। কিন্তু শেষ পর্যন্ত ধারাবাহিকে কী ঘটে সেটাই দেখার।
