সংবাদ সংস্থা মুম্বই: জানুয়ারি ৫১ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।  এবং এদিনই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর বাবা তথা বিখ্যাত গীতিকার ও গল্পকার জাভেদ আখতারের একটি বক্তব্য। যেখানে জাভেদকে বলতে শোনা যাচ্ছে বাবা হয়েও ফারহানের সঙ্গে দেখা করতে হলে চার-পাঁচদিন আগে থেকে তাঁদের তারিখ পাকা করতে হয়! 

 

সম্প্রতি, একটি অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় হাজির হয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি এক সাক্ষাৎকারে জানান, তিনি ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাবানা আজমি একসঙ্গে  থাকেন। তাঁর দুই সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতার আলাদা থাকে। এরপরেই খানিক মজার সুরে তিনি জানান, যখন ছোট ছিলেন তখন শুনেছিলেন বিলেত এবং মার্কিন মুলুকের অধিবাসীরা একটা সময়ের পর নিজেদের বাবা-মায়ের থেকে আলাদা থাকা শুরু করেন এবং সংসার পাতেন। যদি দেখাও করতে হয়, আগে থেকে তারিখ ঠিক করে আসেন তাঁরা। ব্যাপারটা জেনে যথেষ্ট অবাক হয়েছিলেন। কিন্তু এখন এসব বিষয় মোটামুটি চালু হয়ে গিয়েছে প্রায় সব জায়গায়। তাঁরা নিজেরাই সেই পথের পথিক। এবং এতে তাঁদের এতটুকুও অসুবিধা হয় না। 

 

জাভেদ আরও জানান, ফারহান নিজের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে। তাঁর নিজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তার উপর থাকেন আলাদা আলাদা বাড়িতে।  ফলে আগে থেকে মোলাকাতের তারিখ ঠিক করে নেওয়াটাই সঠিক পথ বলে মনে হয় তাঁর। পশুরাজ্যেও যে খানিক এই নিয়ম প্রচলিত সেকথাও জানিয়েছেন জাভেদ। ভালবাসা দিয়ে সন্তানদের পালন করে তারা যখন বড় হয়, স্বাধীনভাবে নিজের জীবন কাটানোর জন্য ছেড়ে দেয় তাদের মা-বাবা।