তাঁর পায়ের তলায় সর্ষে। শুটিং ফ্লোর থেকে জিম, ডাবিং স্টুডিও— দৈনন্দিন জীবনের গতে বাঁধা মানচিত্রে তিনি ছুটে চলেছেন অবিরাম। তবে এবার খানিক থামতে হল। পায়ে চোট পেয়েছেন ইশা সাহা। জীবনের প্রথম প্লাস্টার। সাদাকালোর মুড়ে সেই ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

আজকাল ডট ইন-কে ইশা বলেন, “১২ তারিখ একটা চোট পেয়েছিলাম। তখনও সেভাবে কিছু টের পাইনি। কয়েকদিন পর পা টা ফুলতে থাকে। চিকিৎসককে দেখিয়ে এক্স রে করালাম। দেখা গেল, হেয়ার লাইন ফ্র্যাকচার। অগত্যা প্লাস্টার। যা বুঝছি, জীবনের প্রথম ফ্র্যাকচার প্রথম প্রেমের মতোই। সহজে ভোলা যায় না।”

আপাতত চলাফেরার গতি কিছুটা কমিয়েছেন ইশা। তবে চুপটি করে বসে থাকার পাত্রীও তিনি নন। চিকিৎসকের পরামর্শে হাঁটছেন ‘টুকটুক’ করে। করছেন কাজও। ইতিমধ্যেই সেরে ফেলেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’র ডাবিং। নায়িকার কথায়, “আপাতত আমার ব্যস্ততা একটু কম। তবে খুব বেশি দেরি নেই। আর ১০-১২ দিনের মধ্যেই পা পুরোপুরি সেরে যাবে। প্লাস্টার খুলে ফেলব। তারপর আবার আগের মতো চুটিয়ে কাজ করব।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ishaa Saha (@ishaasaha_official)