সংবাদ সংস্থা মুম্বই: আইপিএল শুরু হতে আর দিনদুয়েক বাকি। ২২ তারিখ ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ১৮-তম সংস্করণ এবার আইপিএলের। আর আইপিএল মানেই উত্তেজনার পাশাপাশি চিল-চিৎকার, গনগনে বিতর্ক এবং গাদাখানেক রঙিন, টক-ঝাল সব মুহূর্ত। ঘাড় ঘুরিয়ে দেখলেই মনে পড়বে আইপিএল-এ শাহরুখ খান এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর-এর সেই বিখ্যাত (নাকি কুখ্যাত?) নারদ-নারদ কিসসা! সুনীল-শাহরুখের সেই ‘তু তু ম্যায় ম্যায়’-এর স্মৃতি আজ এত বছর পরেও টাটকা বহু ক্রিকেটপ্রেমীর মনে। আর ভুলে গেলে? চলুন, আরও একবার মনে করিয়ে দিই।
সুনীল-শাহরুখ দু'জনেই আবেগপ্রবণ মানুষ। আইপিএল চলাকালীন একাধিক স্টেডিয়ামে দেখা গিয়েছে তাঁদের উচ্ছ্বসিত হতে, আবেগে ভেসে যেতে। সুনীল আবার মাঠের মধ্যে ক্রিকেটারদের ছেলেমানুষি ভুল সহ্য করতে পারেন না। কড়া সমালোচনা করেন। তিরস্কারও করেন ধারাভাষ্য দেওয়ার সময়ে। এ লড়াই বহু পুরনো। সেটা ২০০৯ সাল। আইপিএল-এর দ্বিতীয় সিজন শুরু হবে হবে করছে। সেই সময় কেকেআর-এর তৎকালীন কোচ জন বুকাননের এক টিমে মাল্টিপল ক্যাপ্টেন্সি থিয়োরিকে তুলোধোনা করছেন সানি। বাছাই বাছাই করা সব শব্দে কেকেআর-কে কটাক্ষ করছেন তিনি। ছাড়লেন না শাহরুখকেও। কেকেআর-এর অন্যতম কর্ণধারের উদ্দেশ্যে ‘লিটল মাস্টার’ সটান বলে উঠেছিলেন, “শাহরুখ জানেন না কীভাবে একটা ক্রিকেট দল চালাতে হয়।” শোনামাত্রই ফুঁসে উঠেছিলেন ‘বাদশা’। কম তো তিনিও যান না। সানির উদ্দেশ্যে পাল্টা জবাব দিয়েছিলেন – “একটা কাজ করলেই তো হয়। আপনি একটা দল কিনে ফেলুন, তারপর দেখিয়ে দিন কীভাবে তা পরিচালনা করতে হয়!” পরে এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন সুনীল গাভাসকর যেভাবে সেই মন্তব্য করেছিলেন, তার মধ্যে মোটেও ভদ্রতাবোধ জড়িয়েছিল না।”
দুয়ারে কড়া নাড়ছে আইপিএল। এবারের টুর্নামেন্টে কার জন্য কী লুকিয়ে রয়েছে কে জানে!
