সংবাদ সংস্থা মুম্বই: নিজের ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্ব ভাইরাল হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়েন কমেডিয়ান সময় রায়না। ওই বিতর্কের জেরে ইউটিউব চ্যানেল থেকে সব পর্ব মুছে ফেলেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবেন। কিন্তু বিতর্কের ধাক্কা কাটিয়ে সাময় এখন ঘোষণা করেছেন একাধিক আন্তর্জাতিক শো। ঠিক সেই সময়েই সামনে এল এক পুরনো পডকাস্ট, যা নতুন করে উসকে দিয়েছে বিতর্ক।
গত জানুয়ারিতে রেকর্ড করা ওই পডকাস্টে সময় জোর গলায় জানিয়েছেন, যদি ৮-১০ বছরের বাচ্চারা তাঁর শো দেখে, তাহলে তাদের অভিভাবকরাই ব্যর্থ। তিনি বলেন, “আমি বাড়িতে কোক খাই। এখন কি আমি সেটা লুকিয়ে বাইরে শুধু জল খাওয়ার অভিনয় করব? আমার কি দায়িত্ব নেই নিজেকে প্রকাশ করার?”তাঁর কথায়, “যদি কোনও বাচ্চা আমাকে দেখে প্রভাবিত হয়, তাহলে আমি দোষী নই। আমি যখন ওই বয়সে ছিলাম, আমাকে টিভির সামনে বসে থাকতে দেখলেই মারতেন বাবা। তখন টিভি দেখতাম না। আজ বুঝি, বাবা খুব সঠিক কাজটাই করেছিলেন।”
“আমি যেমন, তেমনই থাকব”— সোশ্যাল মিডিয়ার ‘ফেক পার্সোনালিটির’ বিরুদ্ধে খোলা প্রতিবাদ সাময়ের। সময়ের সাফ সাফ বক্তব্য, “এই দুনিয়ায় ভুয়ো মানুষে ভরা। সবাই নিখুঁত হওয়ার ভান করে। এতে সাধারণ মানুষ হতাশ হয়— ভাবে, ‘আমার মধ্যেই কি ভুল?’ তখন আমি এসে নিজের মতো আচরণ করি, কোক খাই, ভুল কথা বলি। তখন তারা ভাবে, ‘ঠিক আছে, আমিও এমন, আমিও স্বাভাবিক।’” তিনি জানান, যদি কারও উপর প্রভাব ফেলতেই হয়, তবে শুধু সততা দিয়েই সেটা করা উচিত। “আমি কাউকে সাজানো-গোছানো নকল রূপ দেখাতে পারব না,” স্পষ্ট কথা সাময়ের।
