সংবাদ সংস্থা মুম্বই: বছর ১৫ আগে খানদের রাজত্ব থাকাকালীন-ই বলিপাড়া ম-ম করত রণবীর কাপুর এবং ইমরান খানের সুবাস। সেই সময়ে এই দুই অভিনেতার আত্মপ্রকাশ ঘিরে কম হইচই হয়নি। প্রথম ছবির পর থেকেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন এই দু’জন। এরপর রণবীর ধীরে ধীরে খানেদের রাজত্বে থাবা বসালেও ইন্ডাস্ট্রি থেকে একটু একটু করে হারিয়েই যান ইমরান। সে অন্য প্রসঙ্গ। তবে একটি নামী ফিল্ম অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্ব পালন করতে যখন জুটি বেঁধে প্রথমবার একসঙ্গে মঞ্চে হাজির হন তাঁরা, ব্যাপক চর্চা হয়েছিল সেই সময়ে। রণবীর-ইমরানের রসায়ন এবং পারফরম্যান্স দারুণ প্রশংসিত হলেও এত বছর পর সেই রাতের একটি অজানা কিসসা প্রথমবার ভাগ করে নিলেন খোদ ইমরান। 

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান খান জানান, ওই ফিল্মি অ্যাওয়ার্ডসের সন্ধ্যায় প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। 'জানে তু ইয়া জানে না' অভিনেতার কথায়, “আমার তখন সবে ১ বছরও হয়নি ইন্ডাস্ট্রিতে। প্রায় নতুন-ই বলা যায়। ব্যক্তিগত স্তরে তেমনভাবে কাউকে চিনি না আর এত বড় অনুষ্ঠানে সঞ্চালনা! তার উপর দেখি মঞ্চের সামনে প্রথম সারিতেই বসে রয়েছেন অমিতাভ বচ্চন। মানে আমার হাল খারাপ হয়ে গিয়েছিল...অবস্থা দেখে এগিয়ে এসেছিল রণবীর কাপুর। আমাকে ডাকল। গেলাম। হঠাৎ দেখি, ওর হাতে দামি ভদকার বোতল, ভিতরে অবশ্যই রয়েছে পানীয়। আমাকে রণবীর-ই বুদ্ধি দিয়েছিল ওই পানীয় অল্প খেয়ে নিতে। তাতে ভয় কেটে যাবে, মনে জোর আসবে। তাই-ই করেছিলাম। নিজেদের চাঙ্গা করার লক্ষ্যে সঞ্চালনা সেরে নেওয়ার ফাঁকে ফাঁকে মঞ্চের পিছনে ঢুকঢুক করে দু’জনে মিলে এক-এক চুমুক মেরেছিলাম ভদকার বোতলে। তারপরেই ফের সময় মঞ্চে উঠে যাচ্ছিলাম। এইভাবেই অনুষ্ঠান পার করেছিলাম...”