সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা
ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। ইলিয়ানা ও তাঁর স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর ছোট ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এমনকী সদ্যোজাতর একটি সাদাকালো ছবিও ভাগ করেছে অভিনেত্রী।
প্রথমদিনে 'মা'-এর আয়
তিন বছর পর ভৌতিক ঘরানার ছবি 'মা'-এর মাধ্যমে বলিউডে ফিরেছেন কাজল। এই ছবির করেছেন বিশাল ফুরিয়া। কাজল অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল। মুক্তির পর দর্শকের থেকে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে 'মা'। বক্স অফিসের হিসাবে অনুযায়ী ‘মা’ মুক্তির দিনে আয় করেছে প্রায় ৪.১৫ কোটি টাকা।
জুটিতে অভয়-নিতাংশী
পরিচালক রতনা সিনহার আগামী ছবিতে জুটি বাঁধছেন অভয় বর্মা ও নিতাংশী গোয়েল। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে ভরপুর রোম্যান্স করতে দেখা যাবে তাঁদের। খবর, এই ছবি রাজকুমার রাও ও কৃতি খরবন্দা অভিনীত 'শাদি মে জরুর আনা' ছবির সিক্যুয়েল হতে পারে।
