বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত টক শোগুলোর মধ্যে অন্যতম কফি উইথ করণ। করণ জোহরের সঞ্চালনা আর তাঁর সামনে কফি-কাউচে বসে তারকাদের খোলামেলা আড্ডা মিলেই এই শো জমে ওঠে প্রতি মরশুমেই। ২০০৪ সালে প্রথম শুরু হয়েছিল এই শো, আর গত ২১ বছরে আটটি মরসুমে দর্শক পেয়েছেন একের পর এক তারকার মশলাদার স্বীকারোক্তি  থেকে ঝাঁঝালো মন্তব্য।

ঠিক এমনই এক মজাদার মুহূর্ত ঘটেছিল এই শো-এর দ্বিতীয় সিজনে, যখন একসঙ্গে অতিথি হয়ে এসেছিলেন হৃতিক রোশন আর প্রিয়ঙ্কা চোপড়া। ব়্যাপিড ফায়ার রাউন্ডে হৃতিককে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন করণ—“আমির না কি সলমন— কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাইবে বেশি আগ্রহী হবে তুমি?” হৃতিকের উত্তর শুনে সবার মুখ হাঁ হয়ে যায়। কারণ এক নিঃশ্বাসে তাঁর জবাব ছিল— “দু’জনের উচ্চতাই তো সমান …তাই  যে-কোনও একজনের সঙ্গেই কাজ করলেই হয়।”

এই খোঁচা শুনে করণ জোহরের চোখ কপালে, কিন্তু প্রিয়ঙ্কা তখন হেসে লুটোপুটি। দর্শকরাও মেতে ওঠেন হৃতিকের সেই বুদ্ধিদীপ্ত খুনসুটিতে।

হৃতিক যখন ২০০০ সালে ‘কহো না… প্যায়ার হ্যায়’ দিয়ে বলিউডে ঝড় তোলেন, ততদিনে সলমন খান আর আমির খান দেশের অন্যতম বড় ও জনপ্রিয় তারকা। সলমন তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ‘বিবি হো তো অ্যায়সি’-তে সাপোর্টিং রোলে, এরপর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ তাঁকে রাতারাতি তারকা বানায়। আমিরের যাত্রা আরও আগের—শৈশবে ‘ইয়াদোঁ কি বারাত’-এ কাজ, তারপর ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে নায়ক হিসেবেই তাঁর প্রথম সাফল্য। তিনজনই তাঁদের ডেবিউ ছবির মাধ্যমে এক লাফে পৌঁছে যান তারকাখ্যাতির শিখরে।
হৃতিক রোশন সম্প্রতি ‘ওয়ার ২’-এ দেখা দিয়েছেন, যেখানে প্রথমবার বলিউডে পা রেখেছেন জুনিয়র এনটিআর। ছবিটি বিশ্বব্যাপী ৩৬৪ কোটিরও বেশি আয় করেছে। এখন তিনি নিজের ডিরেক্টরস চেয়ারে বসতে চলেছেন—‘কৃষ ৪’ তাঁর পরিচালনায় আসছে। সলমন খান ব্যস্ত ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে, পরিচালক অপূর্ব লাখিয়ার ছবিটি তৈরি হচ্ছে ২০২০ সালের ভারত-চিন গালওয়ান সংঘর্ষের পটভূমিতে। আমির খান এদিকে অপেক্ষা করছেন তাঁর প্রযোজনায় তৈরি রোমান্টিক ড্রামা ‘মেরে রহো’ মুক্তির। এই ছবিতে অভিনয় করছেন জুনেইদ খান আর সাই পল্লবী। ডিসেম্বরের ১২ তারিখ মুক্তি পাবে ছবিটি।

একদিকে সুপারস্টারদের ভবিষ্যৎ প্রকল্প, অন্যদিকে কফি উইথ করণের সেই খুনসুটি—সব মিলিয়ে এখনও পর্যন্ত বলিউডের আড্ডার টেবিলে হৃতিকের সেই ‘উচ্চতার খোঁচা’ আলোচনার অন্যতম ঝলমলে মুহূর্ত হয়ে রইল।