সংবাদসংস্থা মুম্বই: নয়ের দশকে তাঁর লাস্যময়ী অভিব্যক্তিতে ঘায়েল হয়েছিলেন অনেকেই। সেই ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন মাত্র ৪২ বছর বয়সে থমকে গেল। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। 

 

 

 

শেফালির মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর প্রাক্তন স্বামী হরমিত সিং।‌ তিনি বলেন, “শেফালি আর নেই, এই সত্যিটা আমরা কাছে খুবই মর্মাহত। আমি ইউরোপে আছি। শেষবারের মতো একটু দেখতেও পেলাম না।” ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত শেফালি ও হরমিতের দাম্পত্য ছিল। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। 

 

 

 

হরমিত কয়েক বছর আগে শেফালির সঙ্গে দেখা হওয়ার কথাও স্মরণ করে বলেন, “আমার মনে আছে প্রায় দুই-তিন বছর আগে একটি অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলাম। সানি লিওন এবং শেফালিও সেখানে ছিলেন। আমরা তিনজন একসাথে একটি প্রাইভেট জেটে ফিরে এসেছিলাম। এবং শেফালি এবং আমি একে অপরের পাশে বসেছিলাম। অনেকক্ষণ কথাবার্তাও বলি। তাছাড়া কয়েকটি অনুষ্ঠান এবং পার্টিতে ওর সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই আমাদের কথাবার্তা হয়েছে।"

 

 

 

অন্যদিকে শুক্রবার মধ্যরাতে মাত্র কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে শেফালির বর্তমান স্বামী পরাগ ত্যাগীর জীবন। শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পাপারাজ্জিরা প্রতি মিনিটে তাঁকে ধাওয়া করে বেড়াচ্ছিলেন। স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে মুখ খুলেছিলেন পরাগ। বলেছিলেন, "আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।" শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দেন চুমু। শেষ বারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। তাঁর শেষযাত্রায় পাশে ছিলেন শেহনাজ গিল, পরশ ছাবড়া, রেশমী দেশাইয়ের মতো কাছের বন্ধুরা।