সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেই খবর শুনে কী প্রতিক্রিয়া হয়েছিল গোবিন্দার স্ত্রীর, নিজেই সেই কথা এদিন প্রকাশ্যে আনলেন সুনীতা আহুজা। 

গোবিন্দা হাসপাতালে দেখতে গিয়েছেন ধর্মেন্দ্রকে। সুনীতা না গেলেও, এই খবর তাঁর মনের উপর কী প্রতিক্রিয়া ফেলেছিল সেটাই ভাগ করে নিলেন। তিনি তাঁর সাম্প্রতিক ইউটিউব ভ্লগে এই বিষয়ে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। এক অনুরাগী যখন তাঁকে এদিন জিজ্ঞেস করেন যে বলিউডের 'হি-ম্যান'-এর সঙ্গে তাঁর সবথেকে সুন্দর স্মৃতি কোনটা, তখন আচমকাই কেঁদে ফেলেন গোবিন্দা পত্নী। জানান তিনি যখন জানতে পারেন তাঁর ছোটবেলার 'ক্রাশ'-কে আইসিইউতে ঢোকানো হয়েছে তিনি ভীষণই মুষড়ে পড়েছিলেন। ধর্মেন্দ্রকে 'জান' বলে ডেকে, তিনি ভাগ করে নেন সেই সময়ের স্মৃতি যখন তিনি বর্ষীয়ান অভিনেতার সঙ্গে স্টেজ ভাগ করেছিলেন। 

সুনীতা এদিন বলেন, 'উফ ভগবান। উনি তো আমার জান। ধরমজি। ওঁর সঙ্গে আমি শো করেছিলাম। আমরা একসঙ্গে নাচও করেছিলাম। আমার ছোটবেলার ক্রাশ উনি। আমার ভীষণ পছন্দের মানুষ।' তিনি এদিন আরও বলেন, 'আমি তখন দুবাই ছিলাম, যখন আমার কাছে খবর আসে যে উনি আইসিইউতে। আমি একটা শোতে যাচ্ছিলাম। বিশ্বাস করবেন না, খবরটা পেয়ে আমি কী কেঁদেছি। আমার মেয়ে ফোন করেছিল। কেঁদে কেঁদে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি ঈশ্বরের কাছে খালি প্রার্থনা করে গিয়েছি যে ওঁকে যেন ভাল রাখেন ঈশ্বর।' 

সুনীতাকে এদিন বলতে শোনা যায়, 'আমি এটাও বলেছিলাম যে উনি পাঞ্জাবি। আর পাঞ্জাবিরা কখনও হার মানে না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির 'হি-ম্যান' একজনই। আর তিনি হলেন ধরমজি। ঈশ্বর ওঁকে ১০০ বছর বাঁচিয়ে রাখুন। আমার আয়ু ওঁর হোক। ধরমজি আপনাকে ভীষণ ভালবাসি। আপনি সুস্থ থাকুন।' 

প্রসঙ্গত, গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন শাহরুখ খান, সলমন খান, গোবিন্দারা। এমনকী সোমবার রাতে এবং মঙ্গলবার সকাল রটে যায় বলিউডের 'হি-ম্যান' আর নেই। প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। যদিও তৎক্ষণাৎ তাঁর পরিবারের তরফে এই খবর নস্যাৎ করে দেওয়া হয়। হেমা মালিনী একটি বিবৃতি দিয়ে জানান এমন কিছুই ঘটেনি। বরং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন স্থিতিশীল আছেন। 

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন ধর্মেন্দ্র। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি, নিকট আত্মীয়দের সঙ্গে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই তাঁকে দেখতে এসেছিলেন। ডিসেম্বরেই ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র। হাতে এখনও মাসখানেক সময়। কিন্তু অভিনেতার পরিবারের তরফে এখন থেকেই তাঁর জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।