সংবাদ সংস্থা মুম্বই: ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছিল নাকি প্রথমে রাজকুমার রাও আর নওয়াজউদ্দিন সিদ্দিকির মুখোমুখি সংঘর্ষের গল্প! সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজকুমার নিজেই। বললেন, “অনুরাগ স্যার নিজে ফোন করেছিলেন। তখন ছবিটার কাহিনি ছিল আমার আর নওয়াজ ভাইয়ের চরিত্রকে ঘিরেই।”
এরপর তাঁরা দু’জনেই গিয়েছিলেন আসল ওয়াসেপুরে—স্থানীয় ভাষা, ওখনকর বাসিন্দাদের কথা ছোড়ার ভঙ্গি থেকে হাবভাব - সব বুঝতে, রেকর্ডার হাতে মানুষের কথাবার্তা তুলেও এনেছিলেন। “ ছবিটা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলাম,” বললেন রাজকুমারের। কিন্তু হঠাৎ একদিন ‘রাগিনি এমএমএস’-এর ছবির শুটিংয়ের ফাঁকে রাজকুমার পেলেন অনুরাগ কাশ্যপের ফোন—“ দ্যাখ, চিত্রনাট্য তো চূড়ান্ত হয়ে গিয়েছে… কিন্তু এখন তোর চরিত্রটা অনেক ছোট হয়ে গিয়েছে... প্রায় নেই বললেই চলে। তাই এবার তুই দ্যাখ...এই ছবিতে অভিনয় করবি কি না।” শুনে খানিক দমে-ই গিয়েছিলেন রাজকুমার। তবু তাঁর জবাব ছিল, “স্যার, আমি আপনার সঙ্গেই কাজ করতে চাই। চরিত্র বড় হোক বা ছোট, আমি করবই।”

মনখারাপ হয়েছিল ‘মালিক’ অভিনেতার। বললেন, “খারাপ তো লেগেছিলই… তিনদিন ধরে ট্রেনে চেপে গিয়েছি, ফিরেও এসেছি ট্রেনে। কারও কাছেই টাকা ছিল না তখন। কিন্তু যতক্ষণ কাজ পাচ্ছি, ততক্ষণ সব ঠিক আছে।” পরে সেই রাজকুমারই ‘শহিদ’ ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের জন্য! অনুরাগ নিজে পরিচালক হংসল মেহতা-কে রাজকুমারের কথা বলেছিলেন । আর এরপর 'শাহিদ' হয়ে উঠেছিল রাজকুমারের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। শুক্রবার ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে রাজকুমার রাও-এর নতুন ছবি মালিক। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ও।

প্রসঙ্গত, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজকুমার ও পত্রলেখা ঘোষনা করলেন—তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি!সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেন একটি সুন্দর দোলনার ছবি, যেখানে লেখা ছিল—“সন্তান আসছে”। সঙ্গে রাজকুমারের ক্যাপশন—“উচ্ছ্বসিত”—অত্যন্ত সংক্ষিপ্ত অথচ আবেগে ভরপুর।এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা বইতে শুরু করে বলিউডে। বরুণ ধাওয়ান লেখেন, “শুভেচ্ছা”, সোনম কাপুর আহুজা মন্তব্য করেন, “তোমাদের দু'জনের জন্যেই দারুণ খুশি আমি...”, পুলকিত সম্রাট লেখেন, “উফফ!! তোমাদের দু'জনকেই শুভেচ্ছা বন্ধু!! ”, নেহা ধুপিয়া লেখেন, “অনেক শুভেচ্ছা দু'জনকেই ”, আর সবচেয়ে মজার মন্তব্যটি করেন পরিচালক-নৃত্যশিল্পী ফারাহ খান—“যাক শেষমেশ খবরটা প্রকাশ্যে এল!! এতদিন এরকম খবর চেপে রাখতে নিজেরই চাপ লাগছিল... শুভেচ্ছা”
প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে।এই খুশির খবরে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনই বলিউড ইন্ডাস্ট্রিও অপেক্ষা করছে এই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।
অন্যদিকে, শোনা যাচ্ছে, সুজিত সরকার তাঁর আগামী ছবির চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে। এবং এই নতুন ছবিতে থাকছে দুই-নায়ক কেন্দ্রিক অন্যধারার ব্যাঙ্গাত্মক কৌতুক ছবি! সূত্রের খবর, এই ছবির একটি মুখ্যচরিত্রে থাকবেন রাজকুমার রাও।
