প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যু যেন গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু তারও আগে, মৃত্যুর মাত্র একদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর জীবনের শেষ ভিডিও—যেখানে তিনি হাসছেন, গাইছেন, একেবারেই নিশ্চিন্ত। আজ সেই দৃশ্য হয়ে উঠেছে ভক্তদের কাছে হৃদয়বিদারক স্মৃতি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে ছিলেন জুবিন। খাওয়াদাওয়ার ফাঁকে গান গাইছেন, আড্ডা দিচ্ছেন, মুখে প্রশান্তির হাসি। যেন সংগীতই তাঁর জীবনের চিরন্তন সঙ্গী। কে জানত, সেটাই হবে তাঁর শেষ জনসমক্ষে ধরা পড়া দৃশ্য! সেই ভিডিওতে ভক্তদের উদ্দেশে আমন্ত্রণও জানাতে দেখা যাচ্ছে ‘উত্তর-পূর্বের রকস্টার’কে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zubeen Garg (@zubeen.garg)