প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যু যেন গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু তারও আগে, মৃত্যুর মাত্র একদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর জীবনের শেষ ভিডিও—যেখানে তিনি হাসছেন, গাইছেন, একেবারেই নিশ্চিন্ত। আজ সেই দৃশ্য হয়ে উঠেছে ভক্তদের কাছে হৃদয়বিদারক স্মৃতি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে ছিলেন জুবিন। খাওয়াদাওয়ার ফাঁকে গান গাইছেন, আড্ডা দিচ্ছেন, মুখে প্রশান্তির হাসি। যেন সংগীতই তাঁর জীবনের চিরন্তন সঙ্গী। কে জানত, সেটাই হবে তাঁর শেষ জনসমক্ষে ধরা পড়া দৃশ্য! সেই ভিডিওতে ভক্তদের উদ্দেশে আমন্ত্রণও জানাতে দেখা যাচ্ছে ‘উত্তর-পূর্বের রকস্টার’কে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zubeen Garg (@zubeen.garg)
সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। শনিবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। ভিডিও প্রকাশের মাত্র একদিন আগে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ । লিখেছিলেন—
“সিঙ্গাপুরের বন্ধুরা… আগামী ২০ সেপ্টেম্বর আমার জনপ্রিয় অহমিয়া, বাঙালি ও হিন্দি গানের ডালি নিয়ে আপনাদের সামনে মঞ্চে হাজির হব… সবাই আসবেন এবং আমাদের ভরসা বাড়াবেন!”
দু'দিনের সেই উৎসবে উত্তর-পূর্ব ভারতের শিল্প, সংস্কৃতি, নৃত্য, সংগীত, চা ও হস্তশিল্প তুলে ধরার কথা ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন। সাংস্কৃতিক দূত হিসেবে তিনি আশ্বাস দিয়েছিলেন, “আমি থাকব দু’দিনই।” কিন্তু ভাগ্যের পরিহাস—সেই মঞ্চে আর ওঠা হল না তাঁর।