নিজস্ব সংবাদদাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে 'বিনোদিনী' হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ঘোষণা আগেই হয়েছিল। সৃজিত সাফ জানিয়েছিলেন শুভশ্রীকে 'বিনোদিনী' হিসাবে ভেবেছিলেন চার বছর আগে। তাঁর কথায়, "ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।" 

 

নিজেকে 'বিনোদিনী' রূপে গড়ে তুলতে কেমন প্রস্তুতি চলছে শুভশ্রীর? এর উত্তর নায়িকার সমাজমাধ্যমে চোখ রাখলেই পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে'নটী বিনোদিনী: আমার কথা' বইটি পড়তে দেখা যায় শুভশ্রীকে। বোঝাই যাচ্ছে, 'বিনোদিনী' নিয়ে ইতিমধ্যেই পড়াশোনা শুরু করেছেন শুভশ্রী। চরিত্রটি নিজের মতো করে গড়ে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর, শরীরচর্চাতেও জোর দিচ্ছেন তিনি। বদল এনেছেন ডায়েট চার্টেও।

 

এবার সামনে এল বিনোদিনীর 'গৌরাঙ্গ' রূপের ছবি। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেল 'গৌরাঙ্গ' রূপে। চুল কামিয়ে মসৃণ মাথা, দু'বাহু তুলে 'গৌরাঙ্গ'-এর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক। ছবিতে আরও কিছু লুক রয়েছে শুভশ্রীর। নতুন রূপে অভিনেত্রীকে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।