সংবাদ সংস্থা মুম্বই: এ বছর ৯ জানুয়ারি ৫১ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। আর ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিদি উপহার দেবে না, এ কখনও হয় নাকি। ছোটবেলায় ফারহানের খুব প্রিয় ছবি ছিল 'ক্রান্তি'। স্কুলের ছুটিতে প্রায় প্রতিদিন সকালে উঠেই সেই ছবি ভিসিআর-এ চালিয়ে দেখতেন তিনি। একথা মনে ছিল ফারহানের তুতো দিদি তথা জনপ্রিয় বলি-পরিচালক, নৃত্য নির্দেশক ফারহা খানের। তাই তো ক্রান্তি ছবির একটি ভিনাইল রেকর্ড গিফট প্যাকে মুড়ে ফারহানকে তা উপহার দিলেন তিনি। আর এক টুকরো ছোটবেলাকে ছুঁতে পেরে স্বভাবতই  যারপরনাই খুশি ফারহান। সেই মুহূর্তের এক টুকরো ছবি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করতে ভোলেননি ‘ওম শান্তি ওম’-এর পরিচালক। 

 

অন্যদিকে, ফারহানের জন্মদিনেই শোনা গেল আরও একটি খবর। বলিপাড়ায় জল্পনা, বাবা-মা হতে চলেছেন ফারহান-শিবানি। ফারহান অবশ্য বাবা হবেন এই নিয়ে তৃতীয় বার। যদিও এই বিষয়ে নিয়ে এখনও পর্যন্ত ফারহান অথবা শিবানীর মধ্যে কেউ।  

 

প্রসঙ্গত, ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী দন্ডেকার। ৪৮ বছর বয়সে নতুন করে সংসার পেতেছিলেন ফারহান। ফারহানের স্ত্রী পেশায় গায়িকা তথা মডেল শিবানী দন্ডেকার। তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের ফার্মহাউসে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। জাভেদ আখতারের খামারবাড়িতে আয়োজিত হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। আনুষ্ঠানিক বিয়ের পরে ঘটা করে আইনি বিয়েও করেছেন গায়িকা এবং অভিনেতা-পরিচালক।  এর আগে ২০০০ সালে ফারহান বিয়ে করেছিলেন কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে। তাঁদের দুই কন্যা শাক্য ও আকিরা।

 

বর্তমানে ফারহান আখতার 'লেহে ১২০ বাহাদুর'-এর শুটিংয়ে ব্যস্ত। এরপর বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘ডন ৩’-এর পরিচালনা শুরু করবেন তিনি। ছবিতে প্রধান ভূমিকায় রণবীর সিংকে দেখা যাবে।