সংবাদসংস্থা মুম্বই: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত তামিল চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা রাজেশ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। জানা গিয়েছে, নিম্ন রক্তচাপে ভুগছিলেন রাজেশ। হঠাৎই শ্বাসের কষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। ভর্তি করানোর কথা ছিল চেন্নাইয়ের এক হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাজেশের।

 


অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু রাজেশের অসময়ে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনায় আমার হৃদয় ব্যথিত। রাজেশ এক অসামান্য মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর পরিবার ও নিকট বন্ধুদের জানাই সমবেদনা ও ভালবাসা।’

 


প্রসঙ্গত, মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় করতেন রাজেশ। তবে নায়ক হিসেবেও তাঁকে দেখা গিয়েছে ‘কান্নি পারুভাথিলে’র মতো তামিল ছবিতে। কেবল তামিল ছবিতে নয়, রাজেশ অভিনয় করেন তেলুগু, মালয়ালি ছবিতেও। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বহু তামিল ছবিতে ডাবিং করেছেন। টেলিভিশনে কাজ করেছেন চুটিয়ে।