সংবাদসংস্থা মুম্বই: ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রিয়জনকে হারালেন কমেডিয়ান, অভিনেতা বিরাজ গেহলানি। সোমবার ঠাকুমাকে হারিয়েছেন বিরাজ। তিনি অবশ্য সেই দুঃসংবাদ কাউকে জানাননি। অনুপমা খ্যাত বাঙালি অভিনেত্রী রূপালী গাঙ্গুলি দুঃসংবাদটি সবার প্রথম দিয়েছেন। 

 


বিরাজের ঠাকুমার সঙ্গে একটি ছবি ভাগ করে সমাজমাধ্যমে রূপালী লিখেছেন, 'আমরা তোমাকে খুব মিস করব।' ঠাকুমাকে নিয়ে বেশ কিছু ভিডিও ভাগ করতেন বিরাজ। সেই কারণে সমাজমাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনিও। 

 


রূপালী অভিনীত 'অনুপমা'র বিরাট ভক্ত ছিলেন বিজয়ের ঠাকুমা। জানা যাচ্ছে বার্ধক্যজনিত কিছু সমস্যার জন্য বিগত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতির জন্য হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। অসুস্থতার খবর পেয়ে রূপালী নিয়মিত বিরাজের সঙ্গে যোগাযোগ করতেন। শুটিং সেরে একদিন ঠাকুমাকে দেখতে বাড়িতেও আসেন অভিনেত্রী। সেখানে দু'জনের আবেগঘন মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে ভাগ করেছিলেন বিরাজ। মঙ্গলবার সেই ছবিই ভাগ করে বিরাজের ঠাকুমার মৃত্যু সংবাদ দেন রূপালী।