সিনেমা–সিরিজ মুক্তির সময় ছাড়া খুব একটা প্রকাশ্যে পাওয়া যায় না তাঁকে। অথচ ক্যামেরার বাইরেও জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা আফরান নিশোর জীবন ভরপুর অজস্র অভিজ্ঞতায়। ভিকি জাহেদের নতুন সিরিজ ‘আকা’ মুক্তির আগে প্রযোজনা সংস্থা আলফা–আইয়ের ফেসবুক পেজে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অফ-স্ক্রিন জীবন নিয়ে অকপট কথা বললেন অভিনেতা।

নিশোর প্রিয় আসর রাস্তার 'টং' (চায়ের দোকান। তাঁর কাছে আর পাঁচজন সাধারণ মানুষের মতো চায়ের অর্ডার দেওয়াটাও ভীষণ স্পেশ্যাল—“চাচা, কাঁচা পাতি মাইরা, চিনি ছাড়া কনডেন্সড মিল্ক দিয়ে চা দাও।” রাস্তার ধারে কোনওরকমে দাঁড়িয়ে থাকা ছোট্ট দোকানের চায়ের কাপ কতটা ময়লা —এসব একেবারেই ভাবেন না তিনি। বরং গরম জল দিয়ে একবার ধুয়ে দিলেই হল, জানালেন অভিনেতা!
এছাড়াও শুটিং না থাকলে হুট করে বেরিয়ে পড়া নিশোর স্বভাব। ঘাসের উপর হাঁটা, হঠাৎ খালে-বিলে নেমে স্নান করা, বাস থেকে শুরু করে সাধারণ যাত্রীবাহী পরিষেবায় চেপে ঘোরাঘুরি—এসব তাঁর কাছে অভিনয়ের প্রস্তুতিরই অংশ। নিশোর কথায়, “শীততাপ কামরায় দিনের বেশির ভাগ সময় থাকি, কিন্তু রোদের উষ্ণতা শরীরে না ছোঁয়ালে অভিজ্ঞতা বাড়বে না। মানুষ ভুলে গিয়েছে আকাশ দেখা, বাতাস অনুভব করা। আমি অন্তত সেইসব না ভোলার চেষ্টা করি।”

এছাড়াও বাইক চালানোর অদ্ভুত এক পরীক্ষা করেন এই জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা। নিশো পছন্দ করেন বড়সড় বাইক। তীব্র গরমেও বাইক নিয়ে বের হন, এমনকি জ্যামে বাইক গরম হয়ে বন্ধ হয়ে যাবে—এই আশঙ্কায় বন্ধুবান্ধবকে আগে থেকে তিনি এই বিষয়টি আগেভাগেই জানিয়ে রাখেন। তাঁর পরীক্ষা—নিজের শরীর কতটা চাপ নিতে পারে আর তিনি কতটা বিরক্ত হন!
ভক্তদের সঙ্গেও একটি ‘নিয়ম’ মেনে চলেন নিশো। রাস্তায় যখন তিনি বেরিয়ে পড়েন তখন তাঁর মুখ ঢাকা থাকে মাস্কে। অভিনেতা জানালেন মাস্ক পরে থাকলে এবং সেই সঙ্গে কারও চোখে চোখ না পড়লে সহজে কেউ চিনতে পারেন না তাঁকে। কিন্তু একবার চোখের দিকে তাকালেই ভক্তরা চিনে ফেললেন তাঁকে। নিজের এক অদ্ভুত নিয়মের কথাও ফ্যানস করেন নিশো—“যেদিন অনুরাগীদের সঙ্গে রাস্তায় ছবি তুলি, সবার সঙ্গে তুলি। যেদিন তুলি না, কারও সঙ্গেই তুলি না।” কেন এরকম নিয়ম তিনি লাগা করেছেন? অভিনেতার জবাব, “কারণ, একজনের সঙ্গে তুললে অন্যরা মন খারাপ করেন, এ রকম একটা নিয়ম করে দিই। অনেক সময় টংদোকানে সাধারণভাবে চা খেতে বসে যাই। কেউ এলে বুঝিয়ে বলি। কেউ বোঝে, কেউ আবেগপ্রবণ হয়ে যান, কেউ আবার বকাও দেন।”

‘আকা’ সিরিজের ট্রেলার অনুষ্ঠানে নিশো আরও জানান, প্রায় সাত-আট বছর ধরে পায়ের চোট বয়ে বেড়াচ্ছেন। শুটিংয়ে পাওয়া সেই আঘাতের কারণে এখন অস্ত্রোপচার ছাড়া পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। ডাক্তার ৩০ দিনের বিশ্রাম চাইলেও তিনি নিয়েছিলেন মাত্র তিন দিন। কাজের চাপের কাছে নিজের শরীরকেও উদাসীন করে রেখেছিলেন অভিনেতা।
নিশোর বিশ্বাস, ‘দাগি’-তে যে আবেগ দর্শকরা পেয়েছেন, ‘আকা’ তাঁদের জন্য হবে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। সাত পর্বের এই সিরিজ মুক্তি পাচ্ছে হইচইয়ে, ৪ সেপ্টেম্বর। এদিকে খুব শিগগিরই শুরু করবেন রেদওয়ান রনির সিনেমা ‘দম’-এর শুটিং।
