সংবাদসংস্থা মুম্বই: চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।"

 

১২ জুলাই, শনিবার সিদ্ধার্থ ও কিয়ারাকে মুম্বইয়ের এক হাসপাতালের বাইরে দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরা তৎক্ষণাৎ ছেঁকে ধরে তারকা জুটিকে‌। তাই তাড়াতাড়ি হাসপাতালের ভিতর ঢুকে পড়েন হবু বাবা-মা। একটা বড় ছাতার আড়ালে কিয়ারাকে বেবি বাম্প আগলে হাসপাতালে ঢুকতে দেখা যায়। সঙ্গে দেখা যায় সিদ্ধার্থের শ্বশুরমশাই অর্থাৎ কিয়ারার বাবা জগদীপ আডবানিকেও। এই মুহূর্তের ছবি, ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল। 

 

আরও পড়ুন: অন্ধকার ঘরে লুকিয়ে নায়কের সঙ্গে চুমু খেতে ব্যস্ত ক্যাটরিনা! হঠাৎ দরজার খুলে ঢুকে পড়লেন অমিতাভ, কী হল তারপর?

 

নেটিজেনদের অনুমান, তবে কি আজই সন্তানের জন্ম দিতে চলেছেন কিয়ারা? ছেলে না মেয়ে আসবে সিদ্ধার্থের ঘরে? এই জল্পনার মাঝেই তারকা দম্পতি জানালেন তাঁরা নাকি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে এসেছিলেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Bollywood Jhatka (@bollywoodjhatka.the)