নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য সিংহ রায়'-এর চরিত্রে দর্শক দেখছেন অভিনেতা জিতু কমলকে। এবার তাঁকে দেখা যাবে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় 'গৃহপ্রবেশ' ছবির মুখ্য চরিত্রে। তাঁর বিপরীতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে দু'জনের জুটির প্রেমের সমীকরণ দেখিয়েছেন পরিচালক। 

 

ছবির প্রচারে এসে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জিতু কমল।‌ টলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের সম্মান, নারীদের মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে জিতু বলেন, "কেউ যদি মেয়েদের পণ্য মনে করেন তাহলে সেটা মারাত্মক ভুল। এই ধরনের কথা ভাবাও উচিৎ নয়। প্রতিটা নারী তাঁদের দক্ষতায় নিজের জায়গাটা গড়ে তোলে। এমনকী, যাঁদের 'সুপারস্টার' তকমা দেওয়া হয়, তাঁরাও কিন্তু পরিশ্রম করেই নিজের জায়গাটা গড়ে তুলেছেন।"

 

জিতু আরও বলেন, "সব নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু শ্লীলতাহানি হয় না। যা হয়, সবটাই মিউচুয়াল। কেউ যদি শ্লীলতাহানির দাবিও তোলেন, তবুও প্রশ্ন থেকেই যায়, উল্টো দিকের মানুষ অবমাননাকর আচরণ করলে আপনি কেন প্রতিবাদ করছেন না?"

 

প্রসঙ্গত, বহুদিন পর ছোটপর্দায় ফিরলেন জিতু। ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শক মনে একটু একটু করে জায়গা করে নিয়েছে। একইভাবে 'গৃহপ্রবেশ'-এ এক অন্য জিতুকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। প্রতিটি চরিত্রের জন্য বারবার নিজেকে ভাঙা-গড়ায় বিশ্বাসী অভিনেতা। তিনি জানান, পরিচালকের ইচ্ছেই তাঁর কাছে শেষ কথা।