সংবাদ সংস্থা, মুম্বই: তিনি নিজে প্রাক্তন পুলিশ অফিসার। সঙ্গে মেয়ে বলিউডে নায়িকা। এহেন দিশা পাটানির বাবা প্রতারণা শিকার হলেন। টাকার বিনিময়ে উচ্চ পদে সরকারি চাকরি দেওয়ার টোপ দেয় প্রতারকরা। আর অজান্তে সেই ফাঁদে পা দিয়েই চরম বিপদে পড়লেন জগদীশ সিংহ পটানি।
উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা জগদীশ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। অভিযোগ, ৫ জনের এক প্রতারক দল তাঁর কাছে উত্তরপ্রদেশ সরকারের ঘনিষ্ঠ বলে দাবি করে। উচ্চ পদে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেয় প্রতারকরা। সেই প্রস্তাবে রাজি হয়ে যান নায়িকার বাবা। যার বদলে ২৫ লক্ষ টাকা প্রতারকদের দেন তিনি।
জগদীশ জানিয়েছেন, চাকরির আশায় তিনি ৫ লক্ষ টাকা নগদ এবং ২০ লক্ষ টাকার একটি চেক প্রতারকের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি জোটেনি তাঁর। অভিযুক্তরা জানিয়েছিল, তাঁরা সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু সেই টাকা ফেরত না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন জগদীশ। বেরেলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যে স্থানীয় তদন্ত শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে।
কীভাবে অভিজ্ঞ পুলিশ অফিসার হয়েও এই জালিয়াতির ফাঁদে পা দিলেন অভিনেত্রীর বাবা, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যদিও এবিষয়ে দিশা পাটানি কিংবা তাঁর পরিবারের তরফে কেউ মুখ খোলেননি।
