সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ধুরন্ধর' ব্লকবাস্টার হতেই আইনি গেরোয় অক্ষয়
বিশ্বজুড়ে আয়ের নিরিখে ১০০০ কোটির গণ্ডি টপকে গেল 'ধুরন্ধর'। একদিকে ছবি যখন সাফল্যের মুখ দেখছে, তখনই আইনি গেরোয় জড়িয়ে পড়লেন রেহমান ডাকাত ওরফে অক্ষয় খান্না। অভিনেতা সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কেবল ধুরন্ধর ছবিতে তাঁর তুখোড় অভিনয় বা নাচের জন্য নয়। বরং 'দৃশ্যম ৩' ছবি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি, আর তাতেই শুরু হয়েছে হইচই। কিন্তু অক্ষয় খান্না কেন ছাড়লেন এমন ব্লকবাস্টার একটা ফ্র্যাঞ্চাইজির ছবির তৃতীয় অধ্যায়ের অফার, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। তবে কি 'ধুরন্ধর' বক্স অফিসে হিট করতেই, অতিরিক্ত পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি? একটি সাক্ষাৎকারে 'দৃশ্যম' ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক জানিয়েছেন পারিশ্রমিক কোনও ব্যাপারই ছিল না। তাহলে কেন ছবি ছেড়ে দিলেন অক্ষয়? প্রযোজক জানিয়েছেন কোনও কারণ না দেখিয়েই ছবি থেকে সরে গিয়েছেন অক্ষয়। ফোনও ধরছেন না। তাঁর জায়গায় জয়দীপ আহলাওয়াটকে নেওয়া হয়েছে। কিন্তু সেট থেকে গল্প সব প্রস্তুত হওয়ার পর এভাবে ছবি থেকে সরে যাওয়ার কারণে প্রযোজক অক্ষয় খান্নার থেকে ক্ষতিপূরণ চাইবেন বলে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন 'ধুরন্ধর' ছবিতে অক্ষয়ের লুক এতটাই পছন্দ করেছেন সকলে যে তিনি চেয়েছিলেন 'দৃশ্যম ৩' ছবিতেও থাকুক এই লুক। কিন্তু তাতে আপত্তি জানান পরিচালক। এতে ছবির কনটিনিউটি নষ্ট হবে। প্রাথমিক ভাবে তা মেনেও নেন অক্ষয়। কিন্তু পরে নাকি 'ধুরন্ধর' ছবির সাফল্য তাঁর 'মাথা ঘুরিয়ে' দিয়েছে।
এআইয়ের সাহায্য বিকৃত করা হল শিল্পার ছবি! কী নির্দেশ বম্বে হাইকোর্টের?
শিল্পা শেট্টি সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি অভিযোগ দায়ের করেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন যে অনুমতি ছাড়া এআইয়ের সাহায্যে তাঁর ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত অধিকার খর্ব করা হচ্ছে। বম্বে হাইকোর্টের তরফে এই আবেদনের ভিত্তিতে নির্দেশ দিয়েছে যাতে সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয় সব সমাজমাধ্যম থেকে। অভিনেতাকে যেন স্বস্তি দেওয়া হয়। কোর্টের তরফে এই ছবিগুলোকে আপত্তিকর এবং শকিং বলে জানানো হয়েছে।
সলমনের জন্মদিনে স্কুটি চড়ে এলেন মিকা!
২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। ৬০ বছরে পা দিলেন ভাইজান। আর সেই উপলক্ষ্যে এদিন মধ্যরাতে পানভেলে তাঁর খামার বাড়িতে বসেছিল বার্থডে পার্টির আসর। এসেছিলেন বলিউড থেকে খেলার দুনিয়ার জনপ্রিয় মুখেরা। তবে সবার মধ্যে নজর কাড়লেন গায়ক মিকা সিং। কেন? কোনও আলিশান গাড়ি নয়, বরং একটি স্কুটিতে চেপে এই বার্থডে পার্টিতে আসেন তিনি। গায়কের কাণ্ড দেখে রীতিমত হতভম্ব নেটপাড়া।
জাহ্নবীর চেহারা নিয়ে কটাক্ষ, ধ্রুব রাঠিকে পাল্টা জবাব ওরির
ধ্রুব রাঠি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলিউডের 'নকল সুন্দরী'দের বিষয়ে কথা বলেছেন। আর তাতেই মূল ছবিতে দেখা যাচ্ছে জাহ্নবী কাপুরকে। অর্থাৎ তিনি নানা রকম চিকিৎসার পর সুন্দরী হয়েছেন। ধ্রুব রাঠির এই ভিডিও দেখে তাঁকে পাল্টা জবাব দিয়ে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন ওরি। ধ্রুবকে তিনি দেশদ্রোহী বলে কটাক্ষও করেন। প্রসঙ্গত জনপ্রিয় ইউটিউবার তাঁর এই ভিডিওতে 'নকল সুন্দরী' হিসেবে বিপাশা বসু, শ্রুতি হাসান, দীপিকা পাড়ুকোন, শিল্পা শেট্টি, কাজলক্স প্রিয়াঙ্কা চোপড়া, প্রমুখেরও নাম আছে।
