সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যেন শুরু হয়ে গেছে এক অলিখিত বিকিনি-যুদ্ধ! কিয়ারা আডবাণীর ‘ওয়ার ২’ টিজারে বিকিনি লুক ভাইরাল হওয়ার ঠিক পরেই ইনস্টাগ্রামে বাজিমাত করলেন দিশা পাতানি, একগুচ্ছ হট বিকিনি ছবিতে।

 

সম্প্রতি,  দিশার পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় — কারণ স্পষ্ট। নিখুঁত শরীরী খাঁজ, আকর্ষণীয় ছোট্ট কোমর এবং ওলিভ গ্রিন বিকিনি। সমুদ্রের ধারে পোজ, — যা কিয়ারার ‘ওয়ার ২’ বিকিনি ছবির সঙ্গে বেশ কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। ফলে শুরু হয়েছে তুলনা, ট্রোল, আর গুজবের বন্যা!

 


এক ইনস্টা ইউজার লিখেছেন, “দিশা তো কিয়ারার বিকিনি ছবির বারোটা বাজিয়ে দিলেন সরে একটা ক্যাজুয়াল পোস্টে!” অন্যজনের বক্তব্য, “ওই রংটাই কেন পরলেন ও? বুঝেই করেছেন, কিয়ারার হাইপ কমাতে চাইছেন।” একাধিক কমেন্টে উঠে এসেছে - “একই রঙের বিকিনি, একই ‘মিডনাইট’ টাইমিং... এটা নিছক কাকতালীয় নয়!”

তাহলে কি কোনও পুরনো হিসেব মেটালেন দিশা? দিশা আর কিয়ারা দু’জনেই ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এখন অনেকেই বলছেন, “সেই সময় থেকেই হয়তো একটা ঠান্ডা প্রতিযোগিতা ছিল, এবার সেটা প্রকাশ্যে এল।”


এদিকে কিয়ারা আদবানি তাঁর প্রথম অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ নিয়ে তুমুল চর্চায়। বড়পর্দায় এই ছবির সুবাদে প্রথমবারের মতো বিকিনিতে দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রামে সেকথা তিনি নিজেই লিখেছেন তিনি। ‘ওয়ার ২’ পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, কিয়ারা ছাড়াও অভিনয়ে রয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। এ ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, ২০২৫, হিন্দি, তেলেগু ও তামিল ভাষায়।

 শেষ কথা, দিশা বনাম কিয়ারা — পর্দার বাইরের এই গোপন প্রতিদ্বন্দ্বিতাই এখন বলিউডের নতুন ‘টক অফ দ্য টাউন’! কার বিকিনি স্টাইল বাজিমাৎকরবে শেষ পর্যন্ত? সময় বলবে।