সংবাদ সংস্থা মুম্বই: সেনাবাহিনীর চাকরি শেষ, কিন্তু কর্তব্যবোধে কোনও ছেদ পড়েনি! অভিনেত্রী দিশা পটানির দিদি, খুশবু পটানি—একসময়ের ভারতীয় সেবাবাহিনীর লেফটেন্যান্ট, বর্তমানে একজন ফিটনেস কোচ। আর এবার তাঁর একটি মানবিক কাজে মুগ্ধ গোটা দেশ।এক সময়ে লেফটেন্যান্ট পদে কর্মরত এই সেনা-অফিসার রবিবার সকালে দেখালেন, আসল নায়ক আসলে পর্দায় নয়, সমাজের ভেতরেই বাস করে।

 

এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন খুশবু, যেখানে দেখা যায়— উত্তর প্রদেশের বেরেলি অঞ্চলের একটি একটি পোড়ো ঝুপড়িতে পড়ে রয়েছে এক সদ্যোজাত কন্যাশিশু। সহজ করে বললে, ফেলে দেওয়া হয়েছে!  খুশবু নিজে ছুটে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন, তার কান্না থামাতে স্নেহভরা গলায় বলেন, “ভয় পাস না, তোর দেখভালের ব্যবস্থা আমি করব।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Major Khushboo Patani(KP) (@khushboo_patani)