নিজস্ব সংবাদদাতা: 'মির্জা'র সাফল্যের পর এবার হিন্দি ছবির পরিচালনায় সুমিত-সাহিল। পরিচালকদ্বয় সুমিত গোড়াদিয়া ও সাহিল গোড়াদিয়া আসছেন তাঁদের পরবর্তী ছবি নিয়ে। হিন্দি মাধ্যম হলেও এই ছবিতে থাকবে টলিউড যোগ।
সূত্রের খবর, বাংলা থেকে এই ছবিতে থাকছেন জয়ী দেব রায়, জন ভট্টাচার্য ও অলিভিয়া সরকার। চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুনের মামলা। এক গুপ্তচর কোম্পানি যাঁরা খুনের তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেয়। এরকমই একটি কোম্পানির সঙ্গে যুক্ত জয়ী, জন ও অলিভিয়া।
হঠাৎই তাঁদের উপর এসে পড়ে এমন এক জটিল কেস যা সমাধান করতে রীতিমত হিমশিম খেয়ে যান তাঁরা। আসল অপরাধীকে ধরতে পারবে কি তাঁরা? এই উত্তর মিলবে ছবির গল্পে। সূত্রের খবর, বলিউডের নামজাদা বহু তারকাদের দেখা যাবে এই ছবিতে। নায়িকার চরিত্রে থাকবে নতুন মুখ। চিত্রনাট্য তৈরি হলেও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।
আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, 'মির্জা'য় সুমিত-সাহিলের পরিচালনায় অঙ্কুশ হাজরাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে। এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতার। ভরপুর অ্যাকশনে ঘেরা এই থ্রিলার ঘরানার ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক। তার মাঝেই পরিচালকদ্বয়ের নতুন এই ছবির শুরু বেশ উত্তেজনাপূর্ন হতে চলেছে দর্শকের কাছে।
