নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে নতুন ছবির পরিচালনায় সুমন মৈত্র। সাহিত্যের গল্পের উপর কেন্দ্র করে আসছে তাঁর নতুন ছবি। তারই প্রযোজনা সংস্থা 'চিরসকিউরো'-এর ব্যানারে আসছে এই ছবি। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।
প্রথমবার নির্বাক ছবির পরিচালনায় সুমন মৈত্র। ছবির নাম নিঃশব্দ। অভিনয়ে থাকছেন দুই নতুন মুখ ধ্রুব দেবনাথ ও অনন্য গুড়িয়া। মাত্র দুটি চরিত্র নিয়েই এগিয়েছে ছবির গল্প। হারিয়ে যাওয়া সিঙ্গেল স্ক্রিনের গল্প ফুটে উঠেছে ছবিতে। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে হয়েছে শুটিং। বাংলা ছবির ধারায় যেখানে আমূল পরিবর্তন আসছে, সেখানে পুরনো নির্বাক ঘরানাকে কেন বেছে নিলেন পরিচালক? আজকাল ডট ইন-কে সুমন মৈত্র বলেন, "কথা বলতে বলতে ক্লান্ত লাগছিল। মনের ভাব কেন শব্দতেই ফুটে উঠবে? না বলেও তো অনেককিছু বোঝানো যায়। এই ভাবনা থেকেই নির্বাক ছবির পরিকল্পনা। নতুন মুখ নিয়ে কাজ করার ইচ্ছে বরাবরই ছিল, চেয়েছিলাম দর্শকের এক ঘেয়েমি দূর করতে নতুনদের নিয়ে ছবি করব। তাছাড়া সুযোগ না দিলে নতুন মুখ পরিচিত মুখে বদল হবে কী করে?"
সূত্রের খবর, 'নিঃশব্দ' ছাড়াও আরও একটি ছবির পরিকল্পনায় পরিচালক। নারীশক্তিকে কেন্দ্র করে বোনা হবে সুমনের আগামী ছবির গল্প। সেই সঙ্গে এই ছবিতে থাকবে পরিচালক ঋত্বিক ঘটকের ছোঁয়া। ২০২৫-এ এই বিশ্ব বরেণ্য পরিচালকের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতেই সুমন মৈত্রর এই ছবির পরিকল্পনা।
