নিজস্ব সংবাদদাতা: ‘বিজয়া’র পর আরও এক বার পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম ‘অশনি’।  হইচই ওয়েব প্ল্যাটফর্মের জন্য স্বস্তিকাকে নিয়ে ‘বিজয়া’ সিরিজটি বানিয়েছিলেন পরিচালক। যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয়। এবার বড়পর্দায় ‘পূর্বা’ আর তাঁর মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন সায়ন্তন। শহরের দুর্বৃত্তদের নিশানায় যখন মেয়ে, তখন তাকে কীভাবে বাঁচাবে তার মা? এই নিয়েই এগোবে ‘অশনি’র গল্প। এইমুহূর্তে জোরকদমে চলছে শুটিং। আর মাত্র দিন তিনেকের কাজ বাকি। সেসব মিটে যাবে চলতি মাসেই। 

 

 

স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত চরিত্রটির নাম ‘পূর্বা’। ঝাঁ চকচকে আলোয় মোড়া এ শহরের তলপেটে রয়েছে এক আলোআঁধারি জগৎ। সেখান থেকে বেরিয়ে, অতীত ভুলে মেয়েকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় যখন সে আলো ঝলমলে এক নিশ্চিন্ত ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছিল, তখনই থাবা বাড়াল তাঁর অন্ধকার অতীত। বিশ্বাসঘাতকতার ধারালো ছুরি আচমকা গাঁথল তার জীবনে। শেষমেশ সবকিছু ছাপিয়ে, লড়াই শেষে নিজের লক্ষ্যে কি পৌঁছতে পারবে ‘পূর্বা’? 

 


অশনি তে স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অনির্বাণ চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্যকে। কাহিনি এবং চিত্রনাট্যে পরিচালক-চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়। প্রযোজক জানান, তিনি ছোটবেলাতেই এই শহরের পাট গুটিয়েছিলেন। কিন্তু তাঁর মনের অন্দরে সযত্নে আজও বাস করে এক টুকরো কলকাতা। নিজের শহরের প্রতি অদম্য টান থেকেই বাংলার শিল্পির সঙ্গে বহুদিন ধরেই জুড়তে চাইছিলেন নিজেকে। অশনি র চিত্রনাট্য ভাল লাগতেই প্রযোজক হিসাবে দায়িত্ব নিতে তাই আর দেরি করেননি সব্যসাচী উপাধ্যায়।

 

গত বছরই জানা গিয়েছিল কলকাতাকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং হবে উত্তর ও দক্ষিণ কলকাতায়। অবশ্য তখন চলছিল চিত্রনাট্য ঘষামাজার কাজ ও অভিনেতা নির্বাচন পর্ব। এরপর ২০২৫-এর জানুয়ারি মাস থেকেই কলকাতা জুড়ে চলেছে শুটিং।