নিজস্ব সংবাদদাতা: টলিউডে কমার্শিয়াল ছবির পরিচালনায় এক অন্য মাত্রা যোগ করেছিলেন হরনাথ চক্রবর্তী। যদিও বেশ কয়েকবছর ধরে ছবির জগতে আনাগোনা নেই তাঁর। যদিও খবর ছিল খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে ফিরবেন পরিচালক। 

 


জানা যাচ্ছে, স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কারণে নতুন কাজ স্থগিত রেখেছিলেন তিনি। কিন্তু নতুন শুরুর আগেই বিপদের কালো ছায়া ঘনিয়ে এল হরনাথ চক্রবর্তীর পরিবারে।‌ স্ত্রীকে হারালেন পরিচালক। মঙ্গলবার সকালে না ফেরার দেশে হরনাথের স্ত্রী বুলা চক্রবর্তী। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। 

 


মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হল না। মঙ্গলবার সকাল ১০:৩৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলা চক্রবর্তী। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিচালক। তাঁর এই কঠিন পরিস্থিতিতে এদিন পাশে ছিলেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি, সুদেষ্ণা রায়, অভিনেতা সোহম চক্রবর্তী সহ টলিপাড়ার বহু টেকনিশিয়ান।