সংবাদসংস্থা মুম্বই: ঈদের পরেই যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। যকৃতে টিউমারের পাশাপাশি পিত্তথলিতে পাথরও ছিল তাঁর। বাদ দেওয়া হয়েছে অসুস্থ দেহাংশ। দীর্ঘ অস্ত্রোপচারেরর পর আইসিইউয়ে ছিলেন অভিনেত্রী। যদিও এখন বাড়ি ফিরেছেন তিনি। তবু তাঁর চিকিৎসা চলছে।
দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম তাঁদের ভ্লগে নিয়মিত অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, এই রোগে আক্রান্ত হওয়ার পর দীপিকার রোজের রুটিনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। অভিনেত্রী এখন কোনওভাবেই যোগাসন কিংবা শরীরচর্চা আপাতত করতে পারবেন না। তেল ও ফ্যাটযুক্ত খাবার খেতে পারবেন না। এমনকী ছেলেকে দুগ্ধপান করানো থেকেও বিরত থাকতে হবে অভিনেত্রীকে।
তাহলে অভিনয় থেকে এখন আরও কিছুদিন দূরে থাকবে তিনি? কবে আবার তাঁকে পর্দায় দেখবেন দর্শক? এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, "আমি চাই কাজে ফিরতে। এমনকী চিকিৎসককেও জিজ্ঞেসা করেছিলাম যে কবে আবার অভিনয়ে ফিরতে পারব। কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি। যখনই চিকিৎসকদের থেকে অনুমতি পাবে তখনই ফিরব। কারণ, অভিনয় আমার বেঁচে থাকার রসদ।"
