সংবাদসংস্থা মুম্বই: পাক তারকাদের নিয়ে ছবি তৈরি করায় দিলজিৎ দোসাঞ্জের উপর বেজায় চটেছেন দেশবাসী। এমনকী তাঁকে 'দেশদ্রোহী'র তকমাও দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ দিলজিৎ-এর 'সর্দারজি ৩'। তবুও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও মুক্তি পেয়েছে আরও অন্যান্য দেশে। 

 

এই বিতর্কের মাঝেই শোনা গিয়েছিল, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা 'বর্ডার ২' থেকে নাকি বাদ পড়েছেন দিলজিৎ। এবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে সেই জল্পনাতেই জল ঢাললেন দিলজিৎ।‌

 


'বর্ডার ২'-এর শুটিং সেট থেকে ভিডিও ভাগ করে অভিনেতা বুঝিয়ে দিলেন যে, তিনি বাদ পড়েননি, বরং শুটিং শুরু করেছেন। ওই ভিডিওতে দেখা গেল, সেনা আধিকারিকের পোশাক পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরচ্ছেন অভিনেতা। মাথায় নীল পাগড়ি। ভিডিওতে তাঁকে চিত্রনাট্যও পড়তে দেখা যায়। প্রসঙ্গত এই ছবিতে দিলজিৎ ছাড়াও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি-সহ আরও অনেকে।২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে 'বর্ডার ২'।