সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বিয়ের পিঁড়িতে ডায়না?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ডায়না পেন্টি জানিয়েছেন, দীর্ঘ ১২ বছর ধরে তিনি প্রেম করছেন। ডায়না যে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, এই কথা এতদিন কার্যত অজানা ছিল। নায়িকা জানিয়েছেন হর্ষ সাগর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। হর্ষ পেশায় একজন হীরে ব্যবসায়ী। এতদিন প্রেম করলেও বিয়ের জন্য দুই পরিবার থেকে মোটেই তাড়াহুড়ো নেই। বরং মনে মনে নিজেকে বিবাহিত ভাবেন ডায়না। কবে বিয়ে করছেন অভিনেত্রী? তা যদিও এখনও খোলসা করেননি।

 

বক্স অফিসে কত স্কোর উঠল আমিরের?


আমির খানের 'সিতারে জমিন পর' খুব জাঁকজমকপূর্ণভাবে না হলেও, মোটামুটি স্থির গতিতে যাত্রা শুরু করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটি আয় করেছে ১১.০৫ কোটি টাকা। তবে সাফল্যের নিরিখে এই সংখ্যা এখনও আমির খানের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’র চেয়েও পিছিয়ে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ১১.৭ কোটি টাকা।


ভয়ঙ্কর বিপদের মুখে প্রিয়াঙ্কা!


২ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'হেডস অব স্টেটস'। এই ছবিতে চূড়ান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির শুটিংয়ের সময় গুরুতর আঘাত লাগে প্রিয়াঙ্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর ভ্রুর কিছু অংশ কেটে যায়। প্রিয়াঙ্কা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন তাঁর চোখেও বড়সড় আঘাত লাগতে পারত, কপাল জোরে বেঁচে গিয়েছেন তিনি।