সংবাদ সংস্থা মুম্বই: আজ তিনি বলিউডের পরিচিত মুখ, কিন্তু অভিনয়ের স্বপ্ন কোনওদিনই দেখেননি! ‘ডিটেকটিভ শেরদিল’ ছবির অভিনেত্রী ডায়ানা পেন্টি এক সময় মডেলিং দুনিয়ার পরিচিত নাম ছিলেন। আর ঠিক সেই সময়েই এক ফোন বদলে দিয়েছিল তাঁর জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড জার্নির অজানা কাহিনি শেয়ার করলেন অভিনেত্রী। জানালেন, তাঁর প্রথম ছবি হওয়ার কথা ছিল ইমতিয়াজ আলির রকস্টার, রণবীর কাপুরের বিপরীতে। কিন্তু ২–৩ সপ্তাহের ওয়ার্কশপের পরেই বাদ পড়েন তিনি।

 

ডায়ানা বলছেন, “আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, মডেলিং করছিলাম। হঠাৎ এজেন্সি থেকে ফোন এল—ইমতিয়াজ আলি নতুন ছবির জন্য একজন নতুন মুখ খুঁজছেন, আমি যেন দেখা করি। আমি তো অবাক! আমি তো কোনওদিন সিনেমা করতে চাইনি। অভিনয়ের কোনও প্রশিক্ষণও ছিল না। বিশ্বাসই হত না যে আমি কোনোদিন অভিনেত্রী হতে পারি। তবু আমি দেশে ফিরে এলাম।”

 

ইমতিয়াজ আলির সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ডায়ানার মন্তব্য, “তিনি ভীষণ ভাল মানুষ। আমার সঙ্গে এমনভাবে কথা বলেছিলেন যে মনে হচ্ছিল আমি নিজের মনের সব কথা বলতেই পারি।” ইমতিয়াজ তাঁকে চরিত্রটা বুঝিয়ে লুক টেস্ট আর ওয়ার্কশপের প্রস্তাব দেন। যদিও তখনও ডায়ানা জানিয়ে দেন, অভিনয়ের আত্মবিশ্বাস তাঁর নেই।

 

২–৩ সপ্তাহ পর ইমতিয়াজ স্পষ্ট জানান, “তুমি অনেকটাই এগিয়েছো, প্রচুর উন্নতি করেছি দেখছি। কিন্তু আমার মনে হচ্ছে তুমি এখনই এই চরিত্রটার জন্য পুরোপুরি তৈরি নও। হয়তো সময়টা তোমার জন্য একটু তাড়াতাড়িই।” এই সিদ্ধান্তে ডায়ানা খানিকটা স্বস্তিই পান—কারণ তাঁর নিজের মধ্যেও ছিল একরাশ অনিশ্চয়তা। এরপর তিনি ফের নিউ ইয়র্কে ফিরে যান এবং মডেলিং শুরু করেন।

 

কিন্তু সেখানেই মোড় নেয় গল্প। ঠিক এক বছর পর ডায়ানার কাছে ফের আসে বলিউডের ডাক। দীনেশ ভিজন খুঁজছিলেন নতুন মুখ ‘ককটেল’ ছবির জন্য। আর সেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন ইমতিয়াজ আলি! তাঁরই পরামর্শে ডায়ানার অডিশন নেওয়া হয়। এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কনফার্মেশন কলে জানিয়ে দেওয়া হয়—ডায়ানাই হতে চলেছেন মীরা! অবশেষে ককটেল-এ সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আত্মপ্রকাশ করেন ডায়ানা পেন্টি। ছবিটি বক্স-অফিস সফল হয়, বিশ্বব্যাপী আয় করে ১২১.৭৮ কোটি টাকা।

 

বর্তমানে ডায়ানা দেখা দিচ্ছেন রবি ছাবরিয়ার পরিচালনায় ‘ডিটেকটিভ শেরদিল’ ছবিতে। সেখানে তাঁর সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে ও বণিতা সাধু। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে।