‘ধূমকেতু’ বক্স অফিসে সফল হতেই ফের বিতর্কে প্রযোজক রাণা সরকার। বিতর্কের উপলক্ষ্য? সেই দেব-শুভশ্রী এবং রুক্মিণী! শুরু থেকেই শুরু করা যাক। সম্প্রতি, ‘ধূমকেতু’-র একটি বিশেষ প্রদর্শনীতে দেবের পাশাপাশি হাজির হয়েছিলেন রুক্মিণী মৈত্র। সেখানে ছিলেন না শুভশ্রী। সেই অনুষ্ঠান শেষে রুক্মিণীর সঙ্গে একটি ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন রাণা। ছবির ক্যাপশনে লেখেন, ‘ধূমকেতু’র প্রযোজকেরা'।

আর্তাতেই চটেছেন শুভশ্রী-ভক্তরা। তাঁদের তরফে রাণার উদ্দেশ্যে ভেসে এসেছে বাছাই করা তীক্ষ্ণ বিশেষণ। শুভশ্রী-ভক্তদের প্রশ্ন, ধূমকেতু সফল হতেই কেন প্রচারে নেই শুভশ্রী? পাশাপাশি রুক্মিণী মৈত্র-কে কোন যুক্তিতে ‘ধূমকেতু’-র প্রযোজকের আসনে বসলেন রাণা?

চুপ থাকলেও এবার নিজস্ব ছন্দে মুখ খুলেছেন রাণা সরকার। সমাজমাধ্যমে শুভশ্রী-ভক্তদের উদ্দেশ্যে একটি নাতিদীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেখানে দেব-শুভশ্রীকে নিয়ে ফের ছবি করার কথা বলার পাশাপাশি তাঁর সগর্ব ঘোষণা – “দেব-শুভশ্রীকে নিয়ে যদি আবার ছবি করতে হয় তাহলে সেটা হয়তো আমিই করতে পারব…সেটা ‘ধূমকেতু-২’ হোক বা অন্য কোনও সিনেমা।” পাশাপাশি রুক্মিণীকে নিয়েও ছবি তৈরির ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। রাণা সরকারের সেই কটাক্ষ মিশ্রিত পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে।
তিনি লিখেছেন -
“দেব-শুভশ্রী আবার ?
হে মোর আপামর ফ্যানগণ…
যারা আমাকে troll করছেন তারা এটা মাথায় রাখবেন DeSu যদি আবার করতে হয় তাহলে সেটা হয়তো আমিই করতে পারব…
সেটা ‘ধূমকেতু-২’ হোক বা অন্য কোনও সিনেমা।
আমার পরের সিনেমা সৃজিত মুখার্জির “লহ গৌরাঙ্গের নাম রে”-তে শুভশ্রী গাঙ্গুলী অন্যতম প্রধান চরিত্রে। এবং আমি রুক্মিণী মৈত্রর সঙ্গেও সিনেমা করার জন্যৌ অপেক্ষা করে আছি।
প্রযোজক হিসেবে আমার কাছে দেব-শুভশ্রী-রুক্মিণী-রুদ্রনীল সকলেই সম্মানে সমান। কে বড় কে ছোট সেই বিচার করার কথা আমি ভাবি না।
আমি শুভশ্রী বা রুক্মিণী কাউকেই কোনওদিন অসম্মান করিনি, করবোও না।
আর এইসব অকথা কুকথা troll যারা করছেন তারা মাথায় রাখবেন এটা তো ট্রেলার ছিল, ফিল্ম আভি বি বাকি হ্যায়...
বাংলা সিনেমার স্বার্থে আশাবাদী হোন, ট্রোলবাদী নয়।

ধূমকেতুকে ৩০ কোটি পার করতে হবে না ? নাহলে বার বার DeSu হবে কি ?
জয় মানবিকতা
জয় বাংলা সিনেমা”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)
