নিজস্ব সংবাদদাতা: নিজেই শুরু করেছিলেন ‘এমনি’ ট্রেন্ড, আর এবার হঠাৎ করেই সেই স্টাইল পালটে দিলেন দেব। আর তাতেই চমকে উঠেছেন অনুরাগীরা। বহুদিন ধরে দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই ক্যাপশনে থাকত একটি শব্দ—‘এমনি’। এই সহজ সরল শব্দটি হয়ে উঠেছিল দেবের নিজস্ব ছাপ।
কিন্তু সম্প্রতি একটি পুরনো ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় ‘চ্যালেঞ্জ’ ছবির একটি দৃশ্য, যেখানে শুভশ্রী দেবকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন আর প্রশ্নের উত্তরে বলছেন—‘এমনি’। এই মুহূর্তেই কি জন্ম নিয়েছিল ‘এমনি’-র বিশেষ অর্থ? অনেকে বলছেন, দেব এখনও ভুলতে পারেননি শুভশ্রীর সঙ্গে সেই প্রথম পরিচয়, সেই প্রেম। তাই নিজের ক্যাপশনেও ধরে রেখেছিলেন অতীতের ছায়া।
তবে সম্প্রতি দেব নিজের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—‘হুমম’। ব্যস, পুরনো ট্রেন্ডের ছেদ পড়তেই সরগরম নেটপাড়া। কোথায় গেল ‘এমনি’? কেন এই হঠাৎ বদল?
অনুরাগীদের একাংশের ধারণা, সম্ভবত শুভশ্রীর সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে এখন আর নতুন করে চর্চা চান না দেব। কারণ সামনে মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। হয়তো এই ছবি ঘিরে নতুন কেমিস্ট্রিতে কোনও অতীত ছায়া পড়ুক, তা চান না অভিনেতা। তাই কি ‘এমনি’ এখন অতীত, আর তার বদলে ক্যাপশনে জায়গা নিয়েছে ‘হুমম’?
এক কথায়, একটা শব্দ বদলে পুরো আবেগের পালা ঘুরে গেল—এটাই হয় দেব হলে!
