আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’। নামভূমিকায় দেব। শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ইতিহাস, অ্যাকশন, টানটান উত্তেজনার মিশেলে রচিত হয়েছে যে আখ্যান, তারই কিছুটা স্বাদ পেলেন দর্শক। বা়ড়ল আগ্রহ, পারদ চড়ল উন্মাদনার। ইন্ডাস্ট্রিতে দেবের দীর্ঘ ২০ বছরের যাত্রাপথেরও উদযাপন হল এই মঞ্চে। তবে কেরিয়ারের এই দীর্ঘ যাত্রাপথের গত শেষ কয়েক বছর ধরে এই অভিনেতা-প্রযোজকের বিরুদ্ধে বেশ কয়েকজন পরিচালক, প্রযোজকের অভিযোগ, দেব নাকি নিজের ছবিমুক্তির সময় নিজের তারকা থেকে রাজনৈতিক প্রভাব খাটান! এবং সেসব খাটিয়েই  নিজের ছবির জন্য বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করেন। নাম না করে তাঁকে কটাক্ষ করা হয়, তিনি নাকি ‘মাফিয়া কার্ড’ খেলেন!

 

আরও পড়ুন: ‘কল্কি ২’ ছাড়তেই দীপিকার বিরুদ্ধে ফিরল ‘চরম অপেশাদারিত্বের’ পুরনো অভিযোগ! কী বলেছিলেন ‘রেস ২’-র ‘অসম্মানিত’ প্রযোজক?


অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এই প্রশ্নই দেবকে সরাসরি করে বসেন সৃজিত মুখোপাধ্যায়- “তুমি এখন ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড নাকি মাফিয়া কার্ড বেশি ব্যবহার করছ?” এই প্রশ্ন শুনে স্মিত হেসে দেব উত্তর দেন, “যার কাছে এত মানুষের ভালবাসা আছে, এত মানুষের প্রার্থনায় যার নাম থাকে, যে মানুষটা স্বপ্ন পূরণ করতে এত মানুষ হাজির থাকে, তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা মাফিয়া কার্ড কোনওটাই প্রয়োজন হয় না...মৃত্যুর পর মানুষ স্বীকৃতি পায়। আমার মা-বাবার পুণ্যের ফল আমি ভোগ করছি। বেঁচে থাকতেই আমার পেশা জীবনের উদযাপন হচ্ছে। আমার ছবির ট্রেলার অনুরাগীরা টিকিট কেটে দেখছেন...” বলতে বলতে আবেগপ্রবণ হয়ে থেমে যান দেব। কয়েক ঢোঁক জল খেয়ে খানিকটা থিতু হন। এরপর চোখে জল নিয়ে কাঁপা গলায় বলেন, “বাংলা ছবিকে অনেক উপরে নিয়ে যাব ভেবেছিলাম, এবার নিয়ে যাবই। সবাইকে কথা দিলাম।” অর্থাৎ ২০ বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে যা যা পেয়েছেন, তারই কিছুটা যেন কিছুটা ফিরিয়ে দিতে চান দেব।

দেব রইলেন দেব-য়েই। কাউকে কোনও কটাক্ষ না করে, আঘাত না করে নিজের মনোভাব অকপটভাবে পেশ করলেন দেব। যদিও ‘মেগাস্টার’-এর মতে, টলিপাড়ার আসল সুপারস্টার ও মেগাস্টার হলেন সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহের কর্ণধাররা। যারা নিজেদের লাভ লোকসানের কথা না ভেবে এখনও প্রেক্ষাগৃহগুলোকে মাল্টিপ্লেক্স হতে দেননি। তাই তাঁদের ছাড়া তিনি কোনওদিন এই সাফল্যের মুখ দেখতে পারতেন না, দাবি ‘রঘু ডাকাত’-এর।  

‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উদযাপনে টলিপাড়ার একাধিক পরিচালক, প্রযোজকদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। নিজের ছবির প্রচারের মাঝেও হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবের সঙ্গে আড্ডা ও নাচে মেতে উঠলেন কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, ইধিকা পাল। অনুষ্ঠানে তাঁর জীবনে শুরুর দিনের মানুষেরা যেমন উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন তার সহকর্মীরা। নিজের ২০ বছরের কেরিয়ারের  ওঠাপড়া নিয়ে মঞ্চ থেকেই নানান আলোচনা করেন দেব। চা-কফি দেওয়া থেকে কীভাবে ছবির নায়ক হওয়ার রাস্তায় যাত্রা শুরু হল তাঁর, অকপটে ভাগ করলেন সেসব স্মৃতি। গোটা অনুষ্ঠানে তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার, বিনোদন হোক বা ভালবাসা - কোনও কিছুতেই খামতি রাখতে চান না ‘মেগাস্টার’।