বাংলা ছবির দুনিয়ায় নতুন ঝড় তুলেছে দেবের ‘ধূমকেতু’। তবে শুধু বাংলা নয়, গোটা ভারত জুড়েই এই ছবি ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত উত্তেজনা। ইতিমধ্যেই সারা ভারত জুড়ে ৩০টি-রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই দেব-শুভশ্রীর মেগা প্রজেক্ট। এবং তা মুক্তি পেয়েছে বাংলা ভাষাতেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়—এমন সব প্রেক্ষাগৃহ থেকেও ‘ধূমকেতু’র জন্য অনুরোধ এসেছে, যেখানে আগে কোনওদিনও বাংলা ছবি মুক্তিই পায়নি। নির্মাতাদের দাবি, ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ছবিতে দেব-শুভশ্রীর রসায়ন ছাড়াও প্রশংসিত ছবির গান। আলোচিত হচ্ছে ছবিতে শিল্পীদের অভিনয়ের নৈপুণ্যতা। 

 


এই ছবির দ্বিতীয় ভাগ দেখার জন্য অপেক্ষায় দর্শক মহল। দেব-শুভশ্রীর অনুরাগীদের পক্ষ থেকে 'ধূমকেতু ২'-এর আবেদনও জানানো হয়েছে। এবার প্রযোজক রাণা সরকার যেন ইঙ্গিত দিয়েই দিলেন ছবির সিক্যুয়েলের। 

 

শনিবার ছিল 'ধূমকেতু'র স্পেশাল স্ক্রিনিং।সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি। যদিও সেটি ওই স্ক্রিনিংয়ের ভিডিও নয়, একটি পুরনো ভিডিও।আর সেখানে রাণা সরকার কমেন্ট সেকশনে লেখেন, 'ধূমকেতু ২-এর প্রিমিয়ারে আসবে?' এই রসিকতায় বাদ যাননি মহেন্দ্র সোনিও। তিনি পাল্টা জবাবে লেখেন, 'অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ওয়ানটা হইচই-তে আগে দেখব।'

ব্যস এখানেই আসল টুইস্ট। দু'জনের মন্তব্যেই জানা গেল দুটো খবর। রাণা সরকার যেমন ইঙ্গিত দিলেন 'ধূমকেতু ২' আসার। ঠিক তেমনভাবেই 'ধূমকেতু' বড়পর্দার পর কোথায় দেখা যাবে সেই ইঙ্গিত দিয়ে দিলেন মহেন্দ্র সোনি। তাঁর কথায় স্পষ্ট হল, বড়পর্দায় সাফল্য অর্জনের পর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে দেব-শুভশ্রীর এই ছবিটি। 

 


ছবি শেষে দেখানো হচ্ছে অসম্পূর্ণ প্রেম এবং অসম্পূর্ণ গল্প। তাহলে কি পরের গল্পে এসে অসম্পূর্ণ প্রেমকে সম্পূর্ণ করতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। প্রযোজক রাণা সরকার এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় 'ধূমকেতু ২' নিয়ে আসার আলো দেখালেও এদিন দেব বললেন সম্পূর্ণ অন্য কথা। 

 

আরও পড়ুন: টগরের বিয়ে ভেঙে দিল পারুল! নিজের বোনের সঙ্গে হঠাৎ কেন এমন করল সে? কোন সত্যি ফাঁস হবে 'পরিণীতা'য়? 


শনিবার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রুক্মিণী মৈত্র, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা। তবে এদিন আসেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তার কারণ অবশ্য জানা যায়নি। এদিন দেবকে 'ধূমকেতু ২' নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার মনে হয় ধূমকেতু একটাই হওয়া ভাল, কারন আমরা সেই আবেগের নতুন করে তৈরি করতে পারব না। আমরা সকলেই এখন অনেকটা বদলে গিয়েছি। আমাদের মধ্যে এসেই সারল্য অনেকটাই কমে গিয়েছে। সবমিলিয়ে ধূমকেতুর মতো আরেকটা ছবি তৈরি হওয়া হয়তো অসম্ভব। তবে যদি শুভশ্রীর সঙ্গে যদি আবার কাজ কথা বলা হয়, তাহলে অবশ্যই ভাল স্ক্রিপ্ট পেলে আমি কাজ করতে রাজি। এরপর শুভশ্রীকে প্রস্তাব দেওয়া হলে ও যদি রাজি হয় নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ হবে। তবে ধুমকেতুর মত ছবি একটাই হওয়া ভাল।' 

 

দেব যেন এদিন স্পষ্ট করে দিলেন 'ধূমকেতু ২' হওয়া আর সম্ভব নয়।  যদিও মঞ্চে যখন দর্শক তাঁকে এই প্রশ্ন করেন, তিনি কিন্তু সরাসরি না বলেননি বরং বলেছেন দেখা যাক কী হয়! অর্থাৎ পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্ত বদলেও যেতে পারে।