সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গর্ভাবস্থা কতটা জটিল ছিল দীপিকার?


মেয়ে দুয়া পাড়ুকোন সিং-এর ছবি এখনও প্রকাশ্যে আনেননি দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনওই মুখ খোলেননি। তবে এবার এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, তাঁর গর্ভাবস্থা বেশ জটিল ছিল। গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেছেন, “সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট পেতে হয়েছিল।” তবে কী বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কিছু খোলসা করেননি অভিনেত্রী।


নতুন সম্পর্কে সিলমোহর সামান্থার


শীঘ্রই মুক্তি পাচ্ছে সামান্থা প্রযোজিত প্রথম ছবি 'শুভম'। এটি আগামী ৯ মে বড়পর্দায় আসছে। আর তার আগে তিনি বেশকিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। আর সেই ছবিগুলোতে তাঁর সঙ্গে ছিলেন সিটাডেল হানি বানির পরিচালক রাজ নিদিমরু। তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে সামান্থার।‌ এদিন এই ছবিগুলোর ক্যাপশনে সামান্থা লেখেন, 'পথটা দারুণ লম্বা ছিল। কিন্তু আজ আমরা এখানে। নতুন শুরু।' এই ক্যাপশন দেখেই অনেকে মনে করছেন তবে কি অভিনেত্রী নিজেদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন? 


এক টাকাও অগ্রিম নেননা আমির! 


'লাল সিং চাড্ডা'য় জুটি বেঁধেছিলেন আমির খান ও করিনা কাপুর। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তাই নাকি এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিকও পাননি আমির! সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতা। আমির বলেন, "প্রযোজনায় আসার পর বুঝেছি, একটা ছবির সাফল্য কতটা মূল্যবান। তাই অগ্রিম পারিশ্রমিক নেওয়া বন্ধ করেছি। যখন ছবিটি সাফল্য পায়, তখনই পারিশ্রমিক নিই। যখন সাফল্য পায়না, তখন আমিও পারিশ্রমিক পাইনা। 'লাল সিং চাড্ডা'র ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল।"