বহু প্রতীক্ষিত বাংলা ছবি 'দেবী চৌধুরানী'র মুক্তির প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবির কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই বার্তা ছবির টিমে এনে দিয়েছে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা। এই ছবি সারা দেশের দর্শকের সামনে এই ঐতিহাসিক কাহিনি তুলে ধরতে প্রস্তুত।

 

 

 

 

 

শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস অবলম্বনে। ছবির কাহিনি ঘিরে রয়েছে এক অসাধারণ যাত্রা—কীভাবে প্রফুল্ল রূপান্তরিত হন সন্ন্যাসী বিদ্রোহের কিংবদন্তি নারী বিদ্রোহী নেত্রী দেবী চৌধুরানী হিসেবে।

 

 

 

 

ছবিতে ভবানীচরণ পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় ও দর্শনা বণিক।

 

 

আরও পড়ুন: মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নান করতে চেয়েছিলেন এই বলি নায়ক! সহ-অভিনেতার আবদার শুনে কী করেছিলেন অভিনেত্রী?

 

 

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা যেন বিশেষ প্রেরণা হয়ে উঠেছে এই ছবির পুরো টিমের কাছে। ২৬শে সেপ্টেম্বর ২০২৫, সারা দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দেবী চৌধুরানী'।

 

 

 

উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছর ১৩ অগস্ট টিজারটি প্রথম প্রকাশ পায় সমাজমাধ্যমে। মুক্তির পর থেকেই দর্শক মুগ্ধ হয়েছেন ছবির ভিজ্যুয়াল সৌন্দর্য, বিপ্লবী আবহ ও শক্তিশালী সংলাপে। সেই আবেগের রেশ পৌঁছে গিয়েছিল স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে।

 

 

 

এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টাইমস স্কয়ারে টিজার উন্মোচিত হওয়াকে জীবনের এক বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছেন তাঁরা।

 

 

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “স্বাধীনতা দিবসে দেবী চৌধুরানীর টিজার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের গল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা আমাদের কাছে ঐতিহাসিক।”

 

 

 

 

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথায়, “এটি আমাদের দলের কাছে অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। আমরা এক টুকরো ভুলে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনছি। আন্তর্জাতিক পরিসরে টিজার প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের।”

 

 

 

 

বাংলা সিনেমার ইতিহাসে নতুন পালক যোগ করল ‘দেবী চৌধুরানী’। ইন্দো-ইউকে যৌথ প্রযোজনার এই ছবি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। ছবিটি যে শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের দর্শকের কাছে স্বাধীনতার আবেগ পৌঁছে দেবে, সেই আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।