নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। এই ছবির মাধ্যমে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। একজন সিঙ্গেল মাদারের গল্প নিয়ে তৈরি ‘আমার বস’। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সহ একাধিক তারকারা। এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবিতে একাধিকবার পর্দাভাগ করে নিতে দেখা যাবে রাখি-সাবিত্রীকে। ইতিমধ্যেই গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে এই ছবি।
বাঙালির নতুন বছর নতুন ভাবে শুরু হয় পয়লা বৈশাখে। তাই এদিন বাংলার বর্ষবরণের দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ। তবে একটু অন্যভাবে। নিজস্ব ছন্দে -" শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা জানাই আপনাদের সকলকে। বড়দের জানাই প্রণাম। যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তার দুই কিংবদন্তি শিল্পীকে আপনাদের সামনে একসাথে নিয়ে আসতে চলেছি ‘আমার বস’ সিনেমায়। শুভমুক্তি মে মাসের নয় তারিখ। নববর্ষে সবাই থাকুন হাসি খুশি, ছড়িয়ে পড়ুক আনন্দের বাতাস।"
এই ছবিতে প্রথমবার শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধবেন শ্রাবন্তী। অন্যদিকে, ‘আমার বস’-এ প্রথমবার জুটি বাঁধছেন গৌরব ও সৌরসেনীও। এই প্রথমবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন শ্রাবন্তী।
