'বানসারা' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন পরিচালক আতিউল ইসলাম ও অভিনেতা বনি সেনগুপ্ত। ছবিতে আতিউলের পরিচালনায় বনিকে দেখা গিয়েছিল এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। ছবি মুক্তির আগেই নতুন ছবির ভাবনায় পরিচালক। টলিপাড়ার অন্দরের খবর, এই ছবিতেও বনি সেনগুপ্তকে নিয়েই কাজ করতে চলেছেন পরিচালক।
শোনা যাচ্ছে, এবার বনির লুকে এক আমূল পরিবর্তন আনতে চলেছেন পরিচালক। এই ছবিতে 'কমার্শিয়াল হিরো'র তকমাটা একেবারে ভেঙে ফেলতে দেখা যাবে বনিকে। আতিউলের পরিচালনায় এবার গ্রাম্য স্কুল শিক্ষকের চরিত্রে অভিনেতা। একেবারে ছাপোষা লুকে প্রথমবার বড়পর্দায় ধরা দিতে চলেছেন বনি সেনগুপ্ত।
টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে ভিন্নধারার গল্প বলতে চলেছেন পরিচালক। তাই তথাকথিত নায়ক-নায়িকার রোম্যান্স থাকবে না। তবে প্রধান নারী চরিত্রে অভিনেত্রী প্রান্তিকা দাসকে দেখা যাবে এই ছবিতে। এছাড়াও দেখা যাবে টলিউডের বেশকিছু নামজাদা তারকাদের। শোনা যাচ্ছে, থাকতে পারেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, লাবনী সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল সহ আরও অনেকে।
ইতিমধ্যেই লুক টেস্টও নাকি হয়ে গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। সূত্রের খবর, আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। ছবির কিছু অংশের শুটিং হবে মুর্শিদাবাদে এবং বাকিটা হবে কলকাতায়।
প্রসঙ্গত, 'বানসারা' ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যাবে 'বড়োমা'র চরিত্রে। অন্যদিকে, বনির চরিত্রের নাম 'অজিতেশ'। অন্যদিকে ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের।
দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে যায়। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। এই গ্রামের ভাল-মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বড়মার কোন সত্যি খুঁজে বের করবে সে? সেই নিয়েই এগোবে এই ছবির গল্প।
